এবার আর রোনালদোর জার্সি চাননি গোসেনস

রোনালদোর সঙ্গে এবার আর জার্সি বদলে যাননি জার্মানির রবিন গোসেনসছবি: রয়টার্স

না, এবার আর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জার্সি বদল করার কোনো ইচ্ছেই হয়নি রবিন গোসেনসের। কাল রাতে গোসেনসের জার্মানি রোনালদোর পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে। এ জয়ে গোসেনসের বড় অবদান। নিজে একটি গোল করেছেন, অন্যকে দিয়ে করিয়েছেন আরও একটি। ভাগ্য খারাপ ছিল বলে দুর্দান্ত সাইড ভলিতে করা একটা গোল বাতিল হয়ে না গেলে হ্যাটট্রিকম্যান হিসেবে হয়তো নাম লেখাতে পারতেন। কিন্তু কাল তিনি একবারও পর্তুগিজ তারকার দিকে এগিয়ে যাননি ম্যাচ শেষে, বলেননি, ‘তোমার জার্সিটা কী আমি পেতে পারি?’

রোনালদোর জার্সি চেয়ে উপেক্ষিত হয়েছিলেন গোসেনস।
ছবি: রয়টার্স

২০১৯ সালে কোপা ইতালিয়ার একটা ঘটনা হয়তো তাঁর খুব পড়ছিল। সেই কবে থেকে রোনালদো তাঁর খুব প্রিয় তারকা। জুভেন্টাস-আতালান্তা ম্যাচের শেষে আতালান্তার গোসেনস রোনালদোর জার্সি চেয়েছিলেন স্যুভেনির হিসেবে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। রোনালদো জার্সি দেওয়া তো দূরের কথা গোসেনসের দিকে ফিরেও তাকাননি!

ব্যক্তিগত আত্মজীবনীতে এ ঘটনা উল্লেখ করেছিলেন গোসেনস। জার্মানির এই ফুটবলার তাঁর ‘ড্রিমস আর ওয়ার্থওয়াইল’ আত্মজীবনীতে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে থেকে পাওয়া উপেক্ষার কথা জানিয়েছেন। সেখানে ফুটে উঠেছে প্রিয় ফুটবলার রোনালদোর কাছে থেকে জার্সি চেয়ে না পাওয়ার কষ্ট।

রোনালদোর বিপক্ষে ‘মধুর প্রতিশোধ’ নিয়েছেন কাল গোল করে
ছবি: রয়টার্স

গোসেনস তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘খেলা শেষে আমি তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, “আমি কি আপনার জার্সিটা পেতে পারি? ” তিনি আমার দিকে ফিরেও তাকাননি। না তাকিয়েই “না” বলে দিয়েছিলেন।’ এতে স্বাভাবিকভাবেই খুব কষ্ট পেয়েছিলেন গোসেনস, ‘নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছিল। আমি একপাশে সরে গিয়েছিলাম, আর লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম।’

কাল রাতে জার্সি বদলে নজরই ছিল না গোসেনসের।
ছবি: রয়টার্স

কাল রাতে যদি গোসেনসের সেই ঘটনাটি বারবার মনে পড়ে, তাহলে তাঁকে দোষ দেওয়া যায় না। সেটি মনে করেই কিনা, রোনালদোর কাছেই ভেড়েননি তিনি। ম্যাচ শেষে অবধারিত প্রশ্নটাই ছুটে গেল তাঁর দিকে, ‘রোনালদোর সঙ্গে এবার জার্সি বদল করতে চাননি?’ উত্তরটাও দারুণ দিয়েছেন তিনি, ‘না! এবার আর সেদিকে মনোযোগ ছিল না। আমি পর্তুগালের বিপক্ষে জার্মানির দারুণ জয়টি উপভোগ করছিলাম।’

এমন মধুর মুহূর্ত একজন খেলোয়াড়ের জীবনে খুব বেশি হয়তো আসে না।