এমবাপ্পেকে পেতে রিয়ালের কৌশল পিএসজির চোখে ‘অবৈধ, অগ্রহণযোগ্য’

কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স

কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়তে চান, সেটা স্বীকার করে নিয়েছে পিএসজি। এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ, সেটি জানিয়ে পিএসজি যে প্রস্তাবটিতে মোটেও রাজি নয়, সেটিও আজ জানিয়ে দিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। এমবাপ্পের জন্য আরও অর্থ চান তাঁরা, সেটিও জানিয়ে দিয়েছেন।

তবে ফরাসি দৈনিক আরএমসি স্পোর্তকে এতটুকু জানিয়েই ক্ষান্ত হননি লিওনার্দো। এর পাশাপাশি এভাবে এমবাপ্পেকে পাওয়ার চেষ্টা করায় রিয়াল মাদ্রিদকে ধুয়েও দিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক। দুই বছর ধরে এমবাপ্পের জন্য রিয়াল যেভাবে চেষ্টা করে যাচ্ছে, লিওনার্দোর চোখে সেটি বেঠিক, অবৈধ, অগ্রহণযোগ্য।

পিএসজিতে এমবাপ্পের চুক্তির আর বাকি আছে এক বছর। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদ গতকালই এমবাপ্পেকে পেতে ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজির কাছে। কিন্তু সেটি পিএসজি ফিরিয়ে দিয়েছে, তা সংবাদমাধ্যমে আগেই জানা গিয়েছিল।

লিওনার্দোও আজ সেটি নিশ্চিত করেছেন। পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন, ২০১৭ সালে এমবাপ্পেকে মোনাকোর কাছ থেকে ‘এক মৌসুমের ধারের পর পাকাপাকিভাবে কিনে নেওয়ার চুক্তিতে’ কিনতে পিএসজির যে ১৮ কোটি ইউরো খরচ হয়েছিল, এর চেয়ে কমে রাজি এমবাপ্পেকে এখন বিক্রি করতে রাজি হবে না পিএসজি।

সে জায়গায় রিয়ালের ১৬ কোটি ইউরোর প্রস্তাবে বেশ নাখোশই হয়েছে পিএসজি। লিওনার্দোর কথায় সে আভাসই থাকল। রিয়াল কত দাম হাঁকালে পিএসজি এমবাপ্পেকে বিক্রি করতে রাজি থাকবে, প্রশ্নে লিওনার্দো আরএমসি স্পোর্তকে বলেছেন, ‘(রিয়াল কত দর হাঁকিয়েছে) সেই অঙ্কটা আমি একেবারে নির্দিষ্ট করে বলব না, তবে (সংবাদমাধ্যমে গুঞ্জন চলতে থাকা ১৬ কোটি ইউরোর) আশপাশেই। আমরা ওকে কিনতে যা খরচ করেছি, তার চেয়ে এই অঙ্কটা কম।’

পিএসজির আক্রমণভাগে মেসি ও নেইমারের সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না এমবাপ্পের?
ছবি: এএফপি

এরপরই বলে দিলেন, ‘তবে এর (দাম কম হাঁকানো) চেয়েও এখানে বড় ব্যাপার হচ্ছে রিয়াল মাদ্রিদ পুরো ব্যাপারটাতে যেভাবে এগিয়েছে, আমাদের সেটা পছন্দ হয়নি।’

গ্রীষ্মকালীন দলবদলের বাজারের শেষ দিকে এসে রিয়ালের এ প্রস্তাব আসলে দেখনদারি বলেই মনে হচ্ছে লিওনার্দোর, ‘রিয়ালের ব্যাপারে আমাদের ভাবনাটা হলো, দেখে মনে হচ্ছে এ প্রস্তাবটা আসলে আমাদের কাছ থেকে ‘না’ শোনার একটা কৌশল। এতে তারা দেখাতে পারবে, তারা চেষ্টা করেছে, এরপর এক বছর অপেক্ষা করে ওকে (এমবাপ্পে) বিনা মূল্যে পাওয়ার চেষ্টা করবে।’

পিএসজিতে থাকবেন এমবাপ্পে?
ছবি: রয়টার্স

এরপরই রিয়ালকে একহাত নিলেন লিওনার্দো, ‘দুই বছর ধরেই রিয়াল মাদ্রিদ এভাবে কাজ করে যাচ্ছে, এটা ঠিক নয়। এমনকি অবৈধও, কারণ তারা (পিএসজির সঙ্গে চুক্তিভুক্ত) খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করেছে। আমাদের কাছে এটা অগ্রহণযোগ্য, কারণ এটা ঠিক নয়।’

এ মুহূর্তে এভাবে প্রস্তাব দিয়ে রিয়াল আসলে এমবাপ্পের চোখে ভালো সাজার চেষ্টা করছে বলেই মনে হচ্ছে লিওনার্দোর, ‘এভাবে প্রস্তাব দেওয়া ওদের কৌশলেরই প্রমাণ। চুক্তি শেষ হওয়ার এক বছর আগে ওরা প্রস্তাবটা দিচ্ছে, দলবদলের বাজার বন্ধ হওয়ার সাত দিন আগে। তারা চাইছে আমরা যাতে প্রস্তাব ফিরিয়ে দিই। তাতে তারা কিলিয়ানকে বলতে পারবে যে তারা সব রকম চেষ্টা করেছে, এতে আগামী বছরের জন্য আলোচনায় তাদের সুবিধা হবে।’