এমবাপ্পের পিএসজিতে থেকে যাওয়ায় ভূমিকা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট মাঁখোর

পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি

প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে, রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করে কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থেকে যাওয়ার পাকা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেই ঘটনার রেশ এখনো কাটছে না। কারণে বা অকারণে অনেকেই প্রসঙ্গটি মাঝেমধ্যেই তুলছেন। এবার সেই প্রসঙ্গে আবার সামনে তুলে এনেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। এক সংবাদ সম্মেলনে মাঁখো এমবাপ্পের পিএসজিতে থেকে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি যা বলেছেন, সেটার মর্মার্থ এ রকম—এমবাপ্পের পিএসজিতে থেকে যাওয়ায় ভূমিকা আছে তাঁর পরামর্শের।

শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন এমবাপ্পে
ফাইল ছবি

ফুটবলের বিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকম সেই সময়ই একটি প্রতিবেদন করেছিল যে এমবাপ্পের রিয়াল না গিয়ে পিএসজিতে থেকে যাওয়ায় অবদান আছে ফ্রান্সের প্রেসিডেন্টের। এবার প্রেসিডেন্ট মাঁখো নিজে থেকেই বললেন, ‘হ্যাঁ, এটা সত্য যে কিলিয়ান এমবাপ্পে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি শুধু তাকে বলেছিলাম, ফ্রান্সে থেকে যাও।’

এমনিতে অলিম্পিক মার্শেইয়ের সমর্থক আমিয়েঁতে জন্ম নেওয়া মাঁখো। তবে ফ্রেঞ্চ লিগ আঁ-র ভালোর জন্যই নাকি তিনি চেয়েছেন এমবাপ্পে প্যারিসের দল পিএসজিতে থেকে যান। মাঁখো বলেছেন, ‘আমি কখনোই কোনো দলবদলে হস্তক্ষেপ করি না। আর দশজন নাগরিকের মতোই আমি ভালো খেলা দেখতে চাই। আমিও যেকোনো ম্যাচে একটি দলকে সমর্থন করি। বিশেষ করে অলিম্পিক মার্শেইকে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো
ফাইল ছবি

অনেক দিন ধরেই এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে ছিল রিয়াল। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এমবাপ্পের। কিন্তু নতুন চুক্তি করছিলেন না তিনি। যেতে চেয়েছিলেন রিয়ালে। শেষ পর্যন্ত অবশ্য রিয়ালে না গিয়ে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।