এরিকসেন হাসিমুখে বললেন, ‘ভালো আছি’

এরিকসেন বললেন, ভালো আছিছবি: টুইটার

ক্রিস্টিয়ান এরিকসেনের হাসিমুখ দেখার অপেক্ষায় ছিলেন সারা দুনিয়ার ফুটবলপ্রেমীরা।

কী ভাবনায়-ই না ফেলেছিলেন ডেনিশ তারকা! গত শনিবার রাতে ইউরোয় ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান এরিকসেন। চলে গিয়েছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাঠে সতীর্থ ও চিকিৎসক দলের তাৎক্ষণিক সেবা-শুশ্রূষায় প্রাণে বেঁচে যাওয়ার পর তাঁকে নেওয়া হয় হাসপাতালে। এ কদিন ফুটবল দুনিয়ার চোখ ছিল তাঁর ওপর। বর্তমান ও সাবেক খেলোয়াড় থেকে প্রায় সবাই প্রার্থনা করেছেন এরিকসেনের জন্য। তাঁর প্রাণে বেঁচে যাওয়ার খবর জানা গিয়েছিল আগেই। আজ এল তাঁর হাসিমুখের ছবি এবং বার্তা—ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে এরিকসেনের এই হাসিমুখের ছবির সঙ্গে তাঁর বার্তাও প্রকাশ করেছে।

ডান হাতের বুড়ো আঙুল তুলে এরিকসেনের ইতিবাচক ভঙ্গি প্রকাশের সঙ্গে হাসিমুখটা যেকোনো ফুটবলপ্রেমীকেই স্বস্তি এনে দেওয়ার সঙ্গে মুগ্ধ করবে। এত দিন তাঁর জন্য যাঁরা প্রার্থনা করেছেন, সুস্থতা কামনা করেছেন—তাদের প্রতি এরিকসেনের বার্তা, ‘সবাই কেমন আছেন। পৃথিবীর নানা জায়গা থেকে আসা শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি এবং আমার পরিবারের কাছে এটা অনেক কিছু। এই পরিস্থিতিতে আমি ভালো আছি। হাসপাতালে এখনো কিছু পরীক্ষা করাতে হবে, কিন্তু ভালো আছি। এখন ডেনমার্কের আগামী ম্যাচগুলোয় সতীর্থদের উৎসাহ দেব। ডেনমার্কের জন্য পুরোটা নিংড়ে দাও। শুভেচ্ছায়—ক্রিস্টিয়ান।’

এরিকসেন মাঠে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন। সে সময়টা ছিল ভয়াবহ
ছবিঃ রয়টার্স

এরিকসেন হৃদরোগের শিকার হওয়ার পর ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল। পরে ম্যাচটি পুনরায় মাঠে গড়ায় এবং ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হারে ডেনমার্ক। গত রোববার ডেনমার্ক দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন জানান, এরিকসেন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন এবং চিকিৎসাবিদ্যার ভাষায় তিনি ‘জীবন হারানো’র পর অলৌকিকভাবে ‘বেঁচে ফিরেছেন’। মাঠেই বোয়েসেন তাঁকে সিপিআর (কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন) দেন। বোয়েসেন বলেন, ‘সে চলে গিয়েছিল (হৃদযন্ত্র বন্ধ হওয়া)। আমরা সিপিআর দিয়ে জাগিয়ে তুলি। হার্ট অ্যাটাক হয়েছিল। একটি ডিফিব্রিলেটরেই কাজ হয়—এটা বেশ তাড়াতাড়ি।’