এরিকসেনকে নিয়ে ‘একটা ভালো খবরে’র অপেক্ষায় ছিলেন রোনালদোরা

তাঁর সুস্থতার প্রার্থনা কাল রাতে সারা বিশ্বকে এক করে দিয়েছিল।ছবি: রয়টার্স

এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি, তবে ক্রিস্টিয়ান এরিকসেন বিপদমুক্ত। কিন্তু কাল হঠাৎ করেই এরিকসেন মাঠে পড়ে যাওয়ার পরের একটা ঘণ্টা কী উৎকণ্ঠার মধ্যেই না কেটেছে ডেনমার্ক দল, তাদের সমর্থকসহ গোটা ফুটবল বিশ্বের। এরিকসেন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, আর পুরো ফুটবল দুনিয়া ছিল তাঁর সুস্থতার প্রার্থনায়।

নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, ইংল্যান্ডের টটেনহাম—এরিকসেনের জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছে তাঁর সাবেক ক্লাব দুটি। এ ছাড়া বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন আর এরিকসেনের বর্তমান ক্লাব ইন্টার মিলানও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছে। এরিকসেনের জন্য এই প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন জুভেন্টাসের ফরোয়ার্ড ও পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং টটেনহামে এরিকসেনের সাবেক সতীর্থ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

পর্তুগাল ও ডেনমার্কের পুরোনো একটি ম্যাচে এরিকসেনের সঙ্গে বল দখলের লড়াইয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। সেই ছবির ক্যাপশনে এরিকসেনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি, ‘ক্রিস্টিয়ান এরিকসেন আর তার পরিবারের জন্য আমাদের ভালোবাসা রইল। তাদের জন্য প্রার্থনা করছি।’ এই ছবি আর ক্যাপশন রোনালদো ইনস্টাগ্রামে দিয়েছেন এরিকসেন অসুস্থ হওয়ার পরপরই। এ কারণেই ক্যাপশনে তিনি তখন লিখেছেন, ‘পুরো ফুটবল বিশ্বই ভালো খবরের প্রত্যাশায় আছে।’

এরিকসনের সঙ্গে কখনোই সতীর্থ হিসেবে খেলেননি রোনালদো। তবে প্রতিপক্ষ হিসেবে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছেন। সেটা আন্তর্জাতিক আর ক্লাব ফুটবল দুই জায়গাতেই। পর্তুগাল-ডেনমার্কের এবারের ইউরোতেও দেখা হয়ে যেতে পারে শেষ ষোলোতেই। কিন্তু সেই সব কথা না ভেবে এরিকসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন রোনালদো, ‘সুস্থ হয়ে তোমার দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছি আমি। ক্রিস, শক্ত থাক!’

মাঠে পড়ে রয়েছেন এরিকসেন। উদ্বেগে পাগলপ্রায় তাঁর বান্ধবী সাবরিনা কভিস্ত
ছবি: রয়টার্স

টটেনহামের সাবেক সতীর্থের প্রতি ভালোবাসা জানিয়ে ইংল্যান্ডের অধিনায়ক কেইন টুইট করেছেন, ‘ক্রিস, তুমি আর তোমার পরিবারের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকল। শক্ত থাক বন্ধু।’

ইংল্যান্ডের আরেক খেলোয়াড় জেসে লিনগার্ডের টুইটটি ছিল এ রকম, ‘এরিকসেন আর তার পরিবারের জন্য প্রার্থনা। আশা করছি সবকিছু ঠিক আছে।’ একই রকম টুইট করেছে ইংল্যান্ড জাতীয় দল আর দলটির খেলোয়াড় মার্কাস রাশফোর্ডও।

এরিকসেনকে শুভকামনা জানিয়ে টুইট করেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। তারা লিখেছে, ‘এরিকসেন শক্ত থাক।’ এই লেখাটুকুর সঙ্গে প্রার্থনার একটি ইমোজিউ জুড়ে দেওয়া হয়েছে। ডাচ ক্লাব আয়াক্স আর ইংল্যান্ডের টটেনহামও একই রকমের টুইট করেছে। আর জার্মানির সাবেক ফুটবলার ওজিল লিখেছেন, ‘হতবিহ্বল, ক্রিস্টিয়ান এরিকসেন আমরা তোমার পাশেই আছি।’