করোনার হানায় অনুশীলন বন্ধ বার্সেলোনার

নতুন ধাক্কা খেলো বার্সেলোনা।ছবি: রয়টার্স

লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের সম্ভাবনা আবার দেখতে শুরু করেছিলেন কোচ রোনাল্ড কোমান। প্রতিপক্ষের মাঠে টানা দুই জয় ভবিষ্যৎ নিয়ে আশা বাড়াচ্ছিল বার্সেলোনার। কিন্তু বিশ্বব্যাপী যা চলছে, তাতে ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই আশা প্রকাশ করাটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উয়েস্কার বিপক্ষে জয়ের পর অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচ নিয়ে প্রস্তুত হচ্ছিল বার্সেলোনা। তখনই এল দুঃসংবাদ।

বার্সেলোনায় আবার হানা দিয়েছে করোনা। কোমানের কোচিং স্টাফদের দুজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে কাল। তাই ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবারের অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে সান মামেসে যাবে বার্সেলোনা। তার আগে শেষ অনুশীলনের আগে দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেবে কাতালান ক্লাব।

আগামী বুধবার বিলবাওর বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। কিন্তু গতকাল পিসিআর টেস্টে দুজন স্টাফের করোনা ধরা পড়ায় ধাক্কা খেয়েছে ক্লাব। বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘আজ (সোমবার) পিসিআর টেস্টে মূল দলের দুজন স্টাফের নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ ব্যাপারে ক্রীড়া ও স্বাস্থ্য-সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে লা লিগার নিয়ম মেনে পুরো দলের পিসিআর পরীক্ষা করা হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এর ফলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার অনুশীলন স্থগিত করা হয়েছে। অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগের নির্ধারিত অনুশীলনের নতুন সময় এবং সে অনুযায়ী সংবাদ সম্মেলনের সূচি আগামীকাল (আজ) জানিয়ে দেওয়া হবে।’

উয়েস্কার বিপক্ষে জয় পেতেও কষ্ট হয়েছিল মেসিদের।
ছবি: রয়টার্স

লা লিগায় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত দলটি। কিন্তু ঘরের মাঠে টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে ভ্যালেন্সিয়া ও এইবারের বিপক্ষে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচও একটি বেশি খেলেছে। এমন অবস্থায় প্রতিপক্ষের মাঠে টানা দুই জয়ের পর একটু আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটিকে আবার নতুন করে ভাবতে হচ্ছে করোনা নিয়ে।