কাতার বিশ্বকাপে যেতে চান? খরচটা জেনে নিন

কাতার বিশ্বকাপে মেসিদের খেলা দেখার খরচ কত?ছবি: রয়টার্স

আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ। এখনো সাত মাসের বেশি বাকি, তবে এখনই বইতে শুরু করেছে বিশ্বকাপের বাতাস। গত রাতে নির্ধারিত হয়েছে বিশ্বকাপের ৮টি গ্রুপ। ৩২ দলের মধ্যে ৩টি এখনো নিশ্চিত না হলেও কোন দল কার সঙ্গে, কোন গ্রুপে খেলবে, সেটি ঠিক হয়ে গেছে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে মানুষের উত্তেজনা শুরু হয়ে গেছে।

ফুটবলপ্রেমীরা হয়তো এই পরিকল্পনা করাও শুরু করে দিয়েছেন, কে কীভাবে বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন। অনেকে হয়তো কাতারে গিয়ে সশরীরে বিশ্বকাপ উপভোগ করার স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন। তাঁদের জন্যই একটা প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা হিসাব করে দেখিয়েছে, কেউ যদি কাতারে গিয়ে বিশ্বকাপ দেখতে চান, তাঁর মোটামুটি খরচ কত হতে পারে। সেই খরচের দিকেই একটু নজর দেওয়া যাক!

গতকাল হয়েছে বিশ্বকাপের ড্র
ছবি: এএফপি

বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম
টিকিটের দাম নির্দিষ্ট নয়। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের গড় দাম ১৫২ ডলার করে, অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় ১৩ হাজার টাকার কিছু বেশি। স্বাভাবিকভাবেই পরের রাউন্ডের ম্যাচগুলোর টিকিটের দাম আরও বেশি হবে। ফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

যাত্রা খরচ
ঢাকা থেকে কাতারে কেউ যদি সরাসরি যেতে চান, উড়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। ইকোনমি ক্লাসের ফ্লাইটে যেতে চাইলে একজনের খরচ পড়বে লাখখানেক টাকা। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসবে, স্বাভাবিকভাবেই তখন টিকিটের দাম আরও বাড়বে। আর কেউ যদি বিজনেস ক্লাসে যেতে চান, সে ক্ষেত্রে একজনের টিকিট খরচ পড়বে অন্তত সোয়া এক লাখ টাকা, বিশ্বকাপের আগে যে দাম বাড়বে বৈ কমবে না।

এই ট্রফির জন্যই এত আয়োজন
ফাইল ছবি: রয়টার্স

আবাসন খরচ
কাতারে যদি আপনার কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব থেকে থাকে, তাহলে অভিনন্দন! আবাসনের খরচ বাবদ অতিরিক্ত খরচ করতে হচ্ছে না আপনাকে। কিন্তু স্বাভাবিকভাবেই বিশ্বকাপ দেখতে চাওয়া অধিকাংশ মানুষের সে সুবিধা থাকবে না। এ কারণে সেখানে গিয়ে থাকার জন্য হোটেলের খোঁজ করতে হবে। মার্কা জানিয়েছে, একজনের জন্য প্রতি রাতের সম্ভাব্য হোটেল খরচ অন্তত ৬০০ ডলার, বাংলাদেশের হিসেবে যা প্রায় ৫২ হাজার টাকার সমান। আর পরিবার নিয়ে থাকতে চাইলে হোটেল খরচ বেড়ে দাঁড়াবে দেড় হাজার ডলারে, অর্থাৎ ১ লাখ ৩০ হাজার টাকার মতো।

আরও পড়ুন

খাওয়া খরচ
যেখানেই যান না কেন, না খেয়ে তো আর থাকবেন না! কাতারের যেকোনো ফাস্ট ফুড চেইনে খেতে চাইলে প্রতিবেলায় অন্তত ৭ ডলার করে খরচ হবে, অর্থাৎ ৬০০ টাকার মতো। অন্যান্য রেস্টুরেন্টে খেতে গেলে খরচের মাত্রা বেড়ে দাঁড়াবে ২৫ ডলারে (প্রায় দুই হাজার টাকা)। খরচের মাত্রা দেখে নিজে রান্না করে খেতে চাইলেও খেতে পারেন!

আরও পড়ুন

কাতারে যাতায়াত খরচ
হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার কোনো খরচ নেই। বিশ্বকাপের ম্যাচের টিকিট কাটার পরই আপনাকে একটা ‘ফ্যান আইডি’ দেওয়া হবে, যার নাম হাইয়া কার্ড। যে কার্ড দেখালে ফ্রিতে হোটেল থেকে স্টেডিয়ামে যেতে পারবেন ম্যাচ দেখার জন্য।
বিভিন্ন আনুষঙ্গিক খরচ হিসাব করে মার্কা জানিয়েছে, কাতারে ১০ দিন থাকতে চাইলে সম্ভাব্য খরচ পড়বে ৭ হাজার ৮৭১ ডলারের মতো, অর্থাৎ প্রায় ৭ লাখ টাকা।

বিশ্বকাপের অভিজ্ঞতার সঙ্গী হতে একটু খরচ তো করতেই হবে!