কালই মাঠে নামছে রিয়াল, বার্সেলোনার খেলা কবে?

আগামীকাল ভোরে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স
আগামীকাল ভোরে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

শুরু হয়ে গেছে ২০১৯-২০ মৌসুমের ইউরোপীয় ফুটবলের প্রস্তুতি পর্ব। আসন্ন মৌসুমকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইউরোপের সেরা ক্লাবগুলো। এর মধ্যে প্রাক-মৌসুমে বেশ কিছু প্রীতি টুর্নামেন্টও হবে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ, অডি কাপসহ প্রি-সিজন কেন্দ্রিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসসহ ইউরোপের সেরা সব ক্লাব। আগামীকাল ভোর ৬টায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

আগামীকাল বিকেলে সিঙ্গাপুরে টটেনহামের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। বার্সেলোনাও শিগগিরই শুরু করবে নিজেদের প্রাক-মৌসুম। আগামী ২৩ জুলাই জাপানের সাইতামা স্টেডিয়ামে চেলসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে ২০১৯-২০ মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন শুরু করবে বার্সেলোনা এরই মধ্যে ইংলিশ ক্লাবগুলো প্রাক-মৌসুম ম্যাচ শুরু করে দিয়েছে।

আগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে ইউরোপের লিগগুলোর আসল মৌসুম।

রিয়াল মাদ্রিদ

তারিখ

ম্যাচ

সময়

২১ জুলাই

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

সকাল ৬.০০

২৪ জুলাই

রিয়াল মাদ্রিদ-আর্সেনাল

সকাল ৫.০০

২৭ জুলাই

রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ

সকাল ৫.৩০

৩০ জুলাই

রিয়াল মাদ্রিদ-টটেনহ্যাম

রাত ১০.০০

বার্সেলোনা

তারিখ

ম্যাচ

সময়

২৩ জুলাই

বার্সেলোনা-চেলসি

বিকেল ৪.৩০

২৭ জুলাই

বার্সেলোনা-ভিসেল কোবি

অঘোষিত

০৫ আগস্ট

বার্সেলোনা-আর্সেনাল

রাত ১২.০০

০৮ আগস্ট

বার্সেলোনা-নাপোলি

সকাল ৫.৩৬

১১ আগস্ট

বার্সেলোনা-নাপোলি

রাত ৩.০৬

জুভেন্টাস

তারিখ

ম্যাচ

সময়

২১ জুলাই

জুভেন্টাস-টটেনহ্যাম

বিকেল ৫.৩০

২৪ জুলাই

জুভেন্টাস-ইন্টার মিলান

বিকেল ৫.৩০

১০ আগস্ট

জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ

রাত ১০.০০