কিংসের আগমনে রাজার সম্ভাব্য তালিকায় ওলটপালট

>
বসুন্ধরা কিংস দল। ফাইল ছবি
বসুন্ধরা কিংস দল। ফাইল ছবি
আজ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। খাতা কলম ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাঁচটি দল এবার শিরোপা লড়াইয়ে থাকার মতো বলে মনে করেন ফুটবল বোদ্ধারা।

ঢাকা আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল। সাম্প্রতিক সময়ে ফুটবল মৌসুম শুরুর আগে ফেবারিট তালিকাটা শুরু হয় এভাবেই। মাঝে এক মৌসুমে হাঁক ডাক দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। এদের সঙ্গে দুই মৌসুম আগে ফেবারিট তকমা নিয়ে তিন ক্লাবের রেস ভাঙার জন্য হাজির হয় সাইফ স্পোর্টিং ক্লাব। এর পরেও আবাহনীকে প্রথমে রেখেই সাজাতে হয়েছে তালিকা। তবে গত মৌসুম থেকে বসুন্ধরা কিংসের আগমনে ফেবারিটের তালিকায় ওলটপালট।

খাতা কলমে এবারের রেস পাঁচ ক্লাবের মাঝে। উন্মুক্ত এক লড়াইয়ের আবহ মৌসুম সূচক টুর্নামেন্টে। বসুন্ধরাকে আগে রেখে সাজাতে হচ্ছে পরের নামগুলো। স্বাভাবিকভাবে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের বাড়তি সমীহ দিচ্ছে বাকি ক্লাবগুলো। পরের নামগুলো ধারাবাহিকভাবে আবাহনী, সাইফ স্পোর্টিং, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামের ক্লাবটি শেষ মুহূর্তে কোচ হিসেবে মারুফুলকে নিয়োগ দেওয়ায় চলে এসেছে ফেবারিট তালিকায়। দেশের অন্যতম সেরা এই কোচের সঙ্গে চট্টগ্রামে নাম লিখিয়েছে এক ঝাঁক প্রতিশ্রুতিশীল ফুটবলার।

এর বাইরে বাকিরা যতই আশার ফুলঝুরি ফোটান না কেন, বাস্তবতার নিরিখে তা বলার জন্যই বলা। বড় পাঁচটি দলকে পেছনে ফেলে ইংলিশ লিগে লেস্টার সিটির মতো কোনো ক্লাব রূপকথার জন্ম দেবে; এ চিন্তা দেশের ফুটবল ইতিহাসের সঙ্গে একেবারেই বেমানান।

শেষ মৌসুমের তিনটি শিরোপার মধ্যে প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা। সাফল্যের খিদে বেড়ে যাওয়ায় এবার তারা আরও শক্তিশালী দলের রেসিপি নিয়ে হাজির। গতবার যেহেতু ফেডারেশন কাপটাই জেতা হয়নি তাদের, এবার সবার আগে মৌসুম সূচক এই টুর্নামেন্টেই চোখ করপোরেট দলটির। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন তো নিজেদের ছাড়া অন্য কোনো দলকেই ফেবারিট ভাবতে নারাজ, ‘টুর্নামেন্টে প্রতিটি দলের মানদণ্ড বের হয়ে আসবে। শুধু ট্রফি জয়ের জন্যই আমরা খেলব, যেটা আমরা শেষ বছর জিততে পারিনি।’

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস মৌসুম শুরুর লড়াইয়ে বসুন্ধরার আগে নিজেদের রাখতে চান, ‘বসুন্ধরার আগে নিজের দলকে রাখব। আবাহনী ও বসুন্ধরা ছাড়া শিরোপার লড়াইয়ে থাকবে শেখ রাসেল ও সাইফ।’ গতবার যে দলটি নিয়ে লিগে রানার্সআপ হয়েছিল ও এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল আবাহনী, সে দল থেকে মাত্র তিনজন মূল খেলোয়াড় হারিয়েছে তারা। আফগানিস্তানের ডিফেন্ডার মাশিহ সাইগানি নাম লিখিয়েছেন ভারতের আইএসএলের ক্লাব চেন্নাইয়িন এফসিতে। আর চোটের কারণে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মণ ও মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ নাম লিখিয়েছেন বসুন্ধরায়। তাদের জায়গায় বসুন্ধরা থেকে নেওয়া হয়েছে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী ও শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানাকে।

বসুন্ধরা ও আবাহনীর পর শিরোপার সবচেয়ে বড় দাবিদার শেখ রাসেল ক্রীড়াচক্র। নিজের দলকে শিরোপা রেসে রেখে পাঁচটি দল শিরোপার লড়াই করবে মনে করেন রাসেলের কোচ সাইফুল বারি টিটু, ‘এবারের মৌসুমটা খুবই জমজমাট হবে। পাঁচটি দল শিরোপার লড়াই করার যোগ্যতা রাখে। বসুন্ধরা, আবাহনী ও শেখ রাসেলের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংও শিরোপা লড়াইয়ে থাকবে।’