কিরগিজস্তানে বাংলাদেশ দলের অনুশীলনে দুই প্রবাসী

কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলামছবি: বাফুফে

তিন জাতি টুর্নামেন্ট খেলতে শনিবার কিরগিজস্তান  পৌঁছে কালই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছিলেন না কেবল নতুন ডাক পাওয়া দুই প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান ও তাহমিদ ইসলাম। কাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাঁরা। আজ দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন তারাও।

জাতীয় দলে প্রথম অনুশীলন করা মানেই অন্য রকম রোমাঞ্চ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় রাহবার ও তাহমিদের কথাতেও ধরা পড়ল সেটি। প্রথম দিনের অনুশীলন শেষে মিডফিল্ডার রাহবার দারুণ উচ্ছ্বসিত, ‘বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলন করলাম। সবকিছু ভালো ছিল। সবাই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। খুব ভালো অনুশীলন হয়েছে। ৩ ঘণ্টা হয়েছে অনুশীলন। পরবর্তী অনুশীলনের জন্য তাকিয়ে আছি। আশা করি একাদশে জায়গা করে নিতে পারব।’

কানাডা প্রবাসী রাহবারের মতো একাদশে জায়গা করে নিতে চান ফ্রান্স প্রবাসী তাহমিদও। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলন করে আমি আনন্দিত। ভালো খেলে সেরা ১১ জনে ঢুকতে চাই প্রথম ম্যাচে। আশা করি এটা হবে।’

রাহবার ওয়াহেদ খান
ছবি: বাফুফে

প্রথম দিনের অনুশীলন দেখে কোনো খেলোয়াড় নিয়ে মন্তব্য করা যায় না। সেটি করেনও নি কোচ জেমি ডে। রাহবার ও তাহমিদ প্রসঙ্গে জেমি, ‘রাহবার ও তাহমিদ আজ কানাডা ও ফ্রান্স থেকে দলে এসেছে। আজ সকালের অনুশীলনে ছিল তারা। দেখা যাক, আগামী কয়েক দিন ওরা কেমন মানিয়ে নেয়।’

কিরগিজস্তান পর্বে অনুশীলন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন জেমি, ‘এখানে সুযোগ-সুবিধাগুলো বেশ ভালো। ছেলেরা খুব ভালোভাবে প্রশিক্ষণ নিচ্ছে। সামনের ম্যাচগুলো নিয়ে আমাদের বেশ কিছু নতুন কৌশল নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের অনুশীলনের দিকে তাকিয়ে আছি। আশা করছি আগামী কয়েক দিন বেশ কঠোর অনুশীলন করতে পারব। সেট পিস ও খেলার বেশ কিছু দিক ঠিক করতে পারব এবং ম্যাচে সেগুলো দেখাতে পারব বলে আশা করছি। সামনে দুটি কঠিন ম্যাচ আছে এবং এরপর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ম্যাচ আছে। বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এখন পর্যন্ত যেভাবে অনুশীলন করেছি, এ নিয়ে সন্তুষ্ট।’

৫ সেপ্টেম্বর ফিলিস্তিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে। এর বাইরে আগামী ৯ সেপ্টেম্বর কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।