কী চান, সেটা সহকারীদের জানিয়ে দিলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরাছবি: প্রথম আলো

বাংলাদেশের কোচ হওয়ার পর হাভিয়ের কাবরেরা আপাতত ‘বেকার।’ জাতীয় দলের সামনে আপাতত কোনো খেলা নেই। কাবরেরার অপেক্ষা এখন ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের জন্য। প্রতিটি ভেন্যু ঘুরে ঘুরে খেলা দেখে, খেলোয়াড় দেখে তারপর দল গঠন করতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ।

এ কাজে সহযোগিতার জন্য সহকারী কোচদের কাছে গেছেন কাবরেরা। বাংলাদেশ দলে কাবরেরার কোচিং স্টাফে মাসুদ পারভেজকে সহকারী ও বিপ্লব ভট্টাচার্যকে গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। ফিটনেস কোচ হিসেবে আগে থেকেই আছেন অস্ট্রেলিয়ার ইভান রাজলগ।

জাতীয় দলের গোলরক্ষক শহীদুল আলমের সঙ্গে কাবরেরা
ছবি: প্রথম আলো

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মাসুদ পারভেজই বেশি কাজ করেছেন। গোলকিপার কোচ হিসেবে জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লবও নতুন নন। গত নভেম্বরে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে চার জাতি টুর্নামেন্টে জাতীয় দল খেলতে যাওয়ার আগে গোলকিপারদের অনুশীলন করিয়েছিলেন তিনিই। এ ছাড়া জাতীয় দলের খেলোয়াড় থাকাকালীন অবস্থাতেই ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের আমলে স্বল্প মেয়াদে সামলেছেন গোলকিপার কোচের দায়িত্ব।

আজই প্রথম স্থানীয় দুই সহকারী মাসুদ ও বিপ্লবের সঙ্গে সভায় বসেছিলেন কাবরেরা। সহকারীদের জানিয়ে দিয়েছেন তাঁদের থেকে কী প্রত্যাশা করেন তিনি। তাঁদের সঙ্গে সভা শেষে কাবরেরা গণমাধ্যমকে বলেন, ‘কায়সার (মাসুদ) আমাকে কৌশলগত পরিকল্পনায় সহায়তা করবেন। বিপ্লবের কাজ বিশেষ করে গোলকিপারদের ব্যাপারে সহায়তা করা। তাঁরা দেশের ফুটবলার ও ক্লাব ফুটবলটা ভালো করেই জানেন।’

হাভিয়ের কাবরেরা
ছবি: বাফুফে

প্রথম আলোচনায় সহকারীদের ব্যাপারে খুশি স্প্যানিশ এই কোচ, ‘এমন কোচ চাই, যাঁরা দেশের ফুটবল ও লিগটাকে খুব ভালোভাবে বোঝেন। বিপ্লব ও কায়সার (মাসুদ) আগে থেকেই দেশের ফুটবলকে দেখে আসছেন। তাঁদের শেখার আগ্রহ আছে, জ্ঞান ভালো। তাঁদের বুঝিয়েছি আমরা একসঙ্গে কী কাজ করব। কিছু দায়িত্ব দিয়েছি। মূল লক্ষ্যটা এখন প্রিমিয়ার লিগ থেকে খেলোয়াড় বাছাই করা।’

বিদায়ী কোচ জেমি ডের সঙ্গে বেশির ভাগ সময়েই সহকারী হিসেবে কাজ করেছেন মাসুদ পারভেজ। শ্রীলঙ্কায় জাতীয় দলের খেলা সর্বশেষ টুর্নামেন্টে মারিও লেমোসের সঙ্গেও ছিলেন তিনি। সহকারী কোচ হিসেবে তাঁর বা তাঁদের কাছে কাবরেরার চাওয়া কী? মাসুদ পারভেজ বলেন, ‘প্রিমিয়ার লিগ শুরু হলে সেখান থেকে কীভাবে আমরা খেলোয়াড় বাছাই করতে পারি, সেসব খেলোয়াড়ের ব্যাপারে তথ্য চেয়েছেন। যাতে খেলোয়াড়দের ব্যাপারে একটা ধারণা নিয়ে ম্যাচগুলো দেখতে পারেন।’

আপাতত বাংলাদেশ দলের ডাগআউটে কাবরেরার কোনো ম্যাচ নেই
ছবি: বাফুফে

গোলকিপার কোচ বিপ্লবের কথায় পাওয়া গেল ভবিষ্যতের গোলকিপার খোঁজার প্রয়াস। জাতীয় দলের সাবেক এই গোলকিপারের সাফ কথা, ‘অতীতে কী হয়েছে, তা ভুলে যেতে হবে। আমরা পারফরম্যান্স দেখব। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। শুধু আগের গোলকিপারদের নিয়েই ভাবব না। ভবিষ্যতে কারা জাতীয় দলে আসবে, তাদের নিয়েও ভাবতে চাই।’

আগামী মার্চে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের ডাগআউটে কাবরেরার অভিষেক হওয়ার কথা। তিন মাস পর জুনেই তাঁর জন্য অপেক্ষা করছে বড় পরীক্ষা—এশিয়ান কাপের বাছাইপর্ব।