কে জিতবে আজ? কী বলছে রেকর্ড?

রেকর্ড বলছে ফ্রান্স এগিয়ে। ছবি: রয়টার্স
রেকর্ড বলছে ফ্রান্স এগিয়ে। ছবি: রয়টার্স
>আজ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে জেনে নিন ফ্রান্স-বেলজিয়ামের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস

মুখোমুখি

ম্যাচ

ফ্রান্স

বেলজিয়াম

ড্র

৭৩

২৪

৩০

১৯

বিশ্বকাপে

গোল

১২৭

১৬০

 

র‌্যাঙ্কিং

 

রাশিয়া বিশ্বকাপে দুই দল

ফ্রান্স

 

বেলজিয়াম

গোল (পক্ষে)

১৪

গোল (বিপক্ষে)

হলুদ কার্ড

লাল কার্ড

২১ জন

খেলেছেন

২১ জন

গোলদাতা

৪-১-০

জয়-ড্র-হার

৫-০-০

সেমিফাইনালের পথে

ফ্রান্স

১ম রাউন্ড

বেলজিয়াম

২-১, অস্ট্রেলিয়া

 

৩-০, পানামা

১-০, পেরু

 

৫-২, তিউনিসিয়া

০-০, ডেনমার্ক

 

১-০, ইংল্যান্ড

৪-৩, আর্জেন্টিনা

২য় রাউন্ড

৩-২, জাপান

২-০, উরুগুয়ে

কো. ফাইনাল

২-১, ব্রাজিল

       

আন্তর্জাতিক ফুটবলে দুই দলের প্রথম দেখা ১৯০৪ সালে। ১১৪ বছর আগে ব্রাসেলসে সেই প্রীতি ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে।

 

গোলপ্রসবা ছিল ২০১৫ সালে দুই দলের সর্বশেষ ম্যাচটিও। প্যারিসের প্রীতি ম্যাচটি ৪-৩ গোলে জেতে বেলজিয়াম।

১৯৮৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর আজই প্রথম বিশ্বকাপে দেখা দুই দলের। সেই ম্যাচে ৪-২ গোলে জিতেছিল ফরাসিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।

 

আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স সবচেয়ে বেশি খেলেছে বেলজিয়ামের সঙ্গেই। বেলজিয়ানরা ফরাসিদের চেয়ে বেশি খেলেছে শুধু হল্যান্ডের বিপক্ষে (১২৬)।

নিজেদের বিশ্বকাপ রেকর্ড টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে বেলজিয়াম, ফ্রান্সও সেমিফাইনালে এসেছে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে (জয় ৪, ড্র ১)।

 

বিশ্বকাপে ফ্রান্সের এটি ষষ্ঠ সেমিফাইনাল, বেলজিয়ামের দ্বিতীয়।

সেমিফাইনাল পেরিয়ে মাত্র দুবার ফাইনালে উঠেছে ফ্রান্স (১৯৯৮ ও ২০০৬)। ১৯৮৬ সালে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারে বেলজিয়াম।

আন্তর্জাতিক ফুটবলে টানা ২৪ ম্যাচে অপরাজিত বেলজিয়াম (জয় ১৯, ড্র ৫)। জয় পেয়েছে সর্বশেষ সাত ম্যাচেই।

 

বিশ্বকাপের বাইরে বড় টুর্নামেন্টে দুই দলের মাত্র একবারই দেখা হয়েছে। ১৯৮৪ ইউরোর গ্রুপ পর্বের সেই ম্যাচে ৫-০ গোলে জেতে ফ্রান্স। হ্যাটট্রিক করেছিলেন মিশেল প্লাতিনি। 

ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশম কোচ হিসেবে আজ নতুন ফরাসি রেকর্ড গড়বেন। আজকের ম্যাচটি বিশ্বকাপে দেশমের ১১তম। বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয় সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলেছে মিশেল হিদালগো ও রেমন্ড ডমেনেখের কোচিংয়ে।

খেলোয়াড়ি জীবনে বেলজিয়ামের কাছে কখনো হারেননি দেশম (জয় ২, ড্র ১)। তবে কোচ হিসেবে দুই ম্যাচে বেলজিয়ামকে হারাতে পারেননি (হার ১, ড্র ১)।