কে জিতবে—ম্যান ইউনাইটেড না লিভারপুল?

লিভারপুল যাবে আজ ইউনাইটেডের মাঠে।ছবি: রয়টার্স

স্পেনের বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ নাকি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল? বিশ্বজুড়ে ক্লাব ফুটবলে কোন দ্বৈরথ সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত সে তর্কে এ দুটি ম্যাচের নামই আসে সবচেয়ে বেশি। স্পেনে রিয়াল-বার্সা যখন শিরোপার লড়াইয়ে লড়ছে, তখন আজ রাতে সরাসরি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার স্বাদ পাওয়া যাবে ইংল্যান্ডে, প্রিমিয়ার লিগে।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল! সময়, রাত ১টা ১৫ মিনিট। ভেন্যু—ম্যান ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ড। গত ২ মে ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে ইউনাইটেড সমর্থকদের আন্দোলনের জেরে ম্যাচটা হতে পারেনি।

সাদা চোখে এই ম্যাচে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ম্যান ইউনাইটেডের কিছু চাওয়া-পাওয়ার নেই। ম্যানচেস্টার সিটি (৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট) এরই মধ্যে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ম্যান ইউনাইটেডের (৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট) খেলাও নিশ্চিত। কিন্তু লিভারপুল? আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা অনেক যদি-কিন্তুর ওপর নির্ভরশীল।

৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। পাঁচে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৩৫ ম্যাচে ৫৮, চারে থাকা চেলসির ৩৬ ম্যাচে ৬৪। তিনে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৬ ম্যাচে ৬৬। লিভারপুলের জন্যই তাই আজকের ম্যাচটা চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বাঁচিয়ে রাখার।