কেইনের ইংল্যান্ডের পথ পরিষ্কার, মদরিচের ক্রোয়েশিয়ার নয়

হ্যারি কেইন ও লুকা মদরিচ।ছবি: রয়টার্স

ইউরোতে আজ ভাগ্যপরীক্ষার রাতে নামছে গ্রুপ 'ডি।'

গ্রুপ থেকে পাত্রিক শিকের চেক প্রজাতন্ত্র আর হ্যারি কেইনের ইংল্যান্ডের শেষ ষোলোতে যাওয়া মোটামুটি নিশ্চিতই। এখন প্রশ্ন বরং গ্লাসগোর ম্যাচটি নিয়ে। লুকা মদরিচের ক্রোয়েশিয়া আর অ্যান্ডি রবার্টসনের স্কটল্যান্ড-ইংল্যান্ডের সঙ্গী হবে কোন দল?

এখন পর্যন্ত গ্রুপের হিসাবটা আগে জেনে নেওয়া যাক। দুই ম্যাচ শেষে চেক প্রজাতন্ত্র ৪ পয়েন্ট নিয়ে আছে গ্রুপ শীর্ষে। দুইয়ে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ৪, তবে তারা গোল ব্যবধানে চেকদের চেয়ে পিছিয়ে। তিন নম্বরে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ১, চারে থাকা স্কটল্যান্ডেরও তা-ই। এখানেও গোল ব্যবধানে এগিয়ে তিনে ক্রোয়েশিয়া।

ইংল্যান্ড কোচ সাউথগেট আজ থাকবেন কেইনের গোলের অপেক্ষায়।
ছবি: রয়টার্স

দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণে ইংল্যান্ডের আর বাদ পড়ার ভয় নেই। বরং কীভাবে পরের রাউন্ডে যাবে, সেটাই দেখার। জয় পেলে তো কথাই নেই, গ্রুপ–সেরা হয়ে পরের রাউন্ডে যাবে ইংল্যান্ড। ড্র হলেও যাবে দ্বিতীয় রাউন্ডে, তবে সে ক্ষেত্রে কেইন-স্টার্লিংরা দ্বিতীয় রাউন্ডে যাবেন গ্রুপে দ্বিতীয় হয়ে। এখন পর্যন্ত গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেক প্রজাতন্ত্র যাবে গ্রুপ–সেরা হয়েই।

হেরে গেলেও ইংল্যান্ডের বাদ পড়ার আশঙ্কা নেই। ইউরোর নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের প্রথম দুই দলের পাশাপাশি ছয় গ্রুপের তৃতীয় ছয় দলের মধ্যে সেরা চারটি যাবে শেষ ষোলোতে, আর আজ হেরে গেলেও এই নিয়মে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে ইংল্যান্ডের।

মদরিচ আরেকবার ক্রোয়েশিয়াকে টেনে তুলবেন?
ছবি: রয়টার্স

গ্লাসগোতে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচে ক্রোয়েশিয়া জিতলে ইংল্যান্ডের লাভ। ইংলিশরা চেকদের কাছে হারে গেলে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া দুই দলেরই পয়েন্ট হবে ৪। কিন্তু মুখোমুখি লড়াইয়ে জিতেছে ইংলিশরা, তাই তারাই গ্রুপে দ্বিতীয় হয়ে যাবে শেষ ষোলোতে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড।

ওয়েম্বলিতে ইংল্যান্ড হারলে আর গ্লাসগোতে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচে স্কটল্যান্ড জিতে গেলে সে ক্ষেত্রে অবশ্য হিসাবটা হবে গোল ব্যবধানের। কারণ, সে ক্ষেত্রে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৪, মুখোমুখি লড়াইয়েও দুই দল থাকবে সমতায়। গত শুক্রবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড।

রবার্টসনের স্কটল্যান্ড গত শুক্রবার ইংল্যান্ডকে রুখে দিয়েছে, আজ ক্রোয়েশিয়াকেও চমকে দেবে?
ছবি: রয়টার্স

পয়েন্ট আর মুখোমুখি লড়াইয়ে সমতার কারণে দুই দলের মধ্যে কে তখন গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে যাবে, সেটি নির্ধারিত হবে গোল ব্যবধানের হিসাবে। তাতেও না হলে বিবেচনায় আসবে গোল করার সংখ্যা, এরপর লাল-হলুদ কার্ডের সংখ্যা। আর এসবেও না হলে হিসাব হবে উয়েফার র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের ভিত্তিতে।

গ্লাসগোতে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের কোনোটিকে শেষ ষোলোতে যেতে হলে ড্র করা চলবে না। ড্র করলে দুই দলই বাদ। আর যে দল জিতবে, তাদের সেরা চার তৃতীয় দলের একটি হয়ে যাওয়ার সুযোগ থাকবে।

কেন? কারণ, এরই মধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে গেছে গ্রুপ এ, বি ও সি গ্রুপের। আর সেখানে বি গ্রুপের তৃতীয় দল ফিনল্যান্ডের পয়েন্ট ৩, সি গ্রুপের তৃতীয় দল ইউক্রেনেরও পয়েন্ট ৩। তাই ক্রোয়েশিয়া-স্কটল্যান্ডের মধ্যে যারা জিতবে, তারা ৪ পয়েন্ট নিয়ে যাবে শেষ ষোলোতে।