কেইনের ইংল্যান্ডের সঙ্গী হবে মদরিচের ক্রোয়েশিয়া?

স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে আজ মদরিচের দিকেই তাকিয়ে থাকবে ক্রোয়েশিয়া।ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ রাত একটায় ইউরোতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিজেদেরই মাঠ ওয়েম্বলিতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ড নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

হিসেবনিকেশের প্যাঁচে ইংল্যান্ড আর চেক প্রজাতন্ত্রের বাদ পড়ার আর কোনো শঙ্কা নেই। এখন অপেক্ষা শুধু ক্রোয়েশিয়া আর স্কটল্যান্ডের ম্যাচের। সেখানে যারা জিতবে, তারা সেরা চারটি তৃতীয় দলের একটি হয়ে চলে যাবে শেষ ষোলোতে। আর ড্র করলে স্কটল্যান্ড ও ক্রোয়েশিয়া দুই দলই বাদ পড়বে।

শেষ পর্যন্ত হিসাবটা মেলাতে পারবে লুকা মদরিচের ক্রোয়েশিয়া? নাকি অ্যান্ডি রবার্টসনের স্কটল্যান্ড দেখাবে চমক? পাঠক, আপনার কী মনে হয়, মত জানাতে পারেন ভোটে।