কোমান জানতেন, চাকরি নিয়ে টানাটানি লাগবে

কোমানের মনে ‘কু ডাক’ দিয়েছিল আগেই।ছবি: রয়টার্স

দুই অর্ধের মাঝে মাত্র ১৫ মিনিটের বিরতি।

এই ১৫ মিনিটেই কেমন যেন ভোজবাজির মতো বদলে গেল বার্সেলোনার খেলা! প্রথমার্ধে যে দলের দাপটে লেভান্তে টিকতে পারছিল না, সে দলটা দ্বিতীয়ার্ধে টপাটপ তিন গোল হজম করে বসল। ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ছিলেন বলে রক্ষা, না হয় হয়তো কপালে ড্রটাও জুটত না বার্সেলোনার। একদম শূন্য হাতে ফিরতে হতো বাড়িতে।

তো যা–ই হোক, বার্সেলোনা শূন্য হাতে বাড়ি ফিরুক আর এক পয়েন্ট নিয়ে ফিরুক, এটা নিশ্চিত—লিগে এগিয়ে যাওয়ার সুযোগ আরেকবারের জন্য আতলেতিকো আর রিয়ালের হাতে তুলে দিয়েছে বার্সেলোনা। আর সেটা হয়েছে দ্বিতীয়ার্ধের ওই বাজে পারফরম্যান্সের কারণেই। সেটা দলটার কোচ রোনাল্ড কোমান নিজেও বুঝতে পারছেন। পরের পৌনে এক ঘণ্টায় দলের খেলা দেখে বার্সা যে লিগটা আবারও আতলেতিকো-রিয়ালকে ‘উপহার’ দিচ্ছে, সেটা তো বুঝেছেনই, আরও বুঝেছেন, মৌসুম শেষে তাঁর চাকরি নিয়ে যদি টানাটানিও লাগে, সেটা এই ৪৫ মিনিটে মেসিদের পারফরম্যান্সের জন্যই লাগবে, ‘কোচদের জবাবদিহি করতে হবেই। সেটা আমি বুঝি। আমি এটাও বুঝি, দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে খেলেছি, সেটা দেখার পর আমাকে নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন জাগবে।’

নিজের চাকরির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান কোমান।
ছবি: রয়টার্স

দলের খেলা দেখে হতাশা ছাড়া মাথায় আর কিছুই আসছে না কোমানের, ‘আমরা খুবই হতাশ, আমরা ভেবে কূল পাচ্ছি না, যে কী হলো। খুবই হতাশাজনক পারফরম্যান্স আসলে। এর কোনো ব্যাখ্যা নেই।’

রক্ষণ নিয়ে যে কোমানরা আলোচনা করেননি, তা নয়। এমনকি দ্বিতীয়ার্ধের শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকার পরেও বিরতিতে কোমানদের আলোচনার বিষয় ছিল এই রক্ষণ, ‘কোচ হিসেবে আপনাকে সব সময়েই দায়বদ্ধ থাকতে হবে। রক্ষণের দিক দিয়ে যে আমাদের আরও উন্নতি করতে হবে সে ব্যাপারে বিরতির সময়ে আমরা আলোচনা করেছিলাম, আলোচনা করেছিলাম যেন কোনোভাবেই নিজেদের ক্ষিপ্রতা না কমে যায়। আমরা আশাবাদী ছিলাম, কারণ ততক্ষণে ২-০ গোলে এগিয়ে ছিলাম। এরপর ড্র হয়ে যেতে পারে, সেটা ভেবে দেখিনি।’

সবকিছুর পরেও কোমানের কণ্ঠে ঝরেছে আশাবাদ। এখনো তিনি আশা করছেন, পরের মৌসুমে হয়তো বার্সার কোচ হিসেবে থাকতেও পারেন, ‘আমাদের লক্ষ্য ছিল নিজেদের হাতে থাকা তিন ম্যাচ জেতা। সঙ্গে অন্যরা যদি পয়েন্ট হারায়, সেটাও লাভ। কিন্তু এখন ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। খেলা নব্বই মিনিটের হলেও দ্বিতীয়ার্ধেই মূলত আমরা ম্যাচটা হেরে যাই। লেভান্তে বারবার সমস্যার সৃষ্টি করছিল, আমরাও ভালোভাবে রক্ষণ করতে পারিনি। আমাদের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং পরের মৌসুমের জন্য প্রস্তুতি নিতে হবে।’

কোমান থাকবেন তো?