ক্যাপিটল হিলে ট্রাম্প–সমর্থকদের সঙ্গে ছিলেন রামোসও?

এ ছবি দেখে বিভ্রান্ত না হয়ে উপায় নেই।
ছবি: টুইটার

তাঁর চুক্তিসংক্রান্ত জটিলতার কারণেই এমনিতেই প্রতিদিন খবরের শিরোনামে সের্হিও রামোস। রিয়াল মাদ্রিদে তাঁর চুক্তির বাকি আর ছয় মাস, এরপর চুক্তিটা রামোস নবায়ন করবেন কি না, নবায়ন করতে গিয়ে কোথায় দুই পক্ষের বাধছে, চুক্তি নবায়ন না করলে রামোস কোথায় যাবেন, রিয়ালই-বা এমন একজনের অভাব কাকে দিয়ে পূরণ করবে—কত কত খবর আসছে প্রতিদিন!

তাই বলে এভাবেও খবরের শিরোনামে আসবেন, তা বোধ হয় রামোসের দূরতম কল্পনাতেও ছিল না! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাল ক্যাপিটল হিলে সহিংস বিক্ষোভ করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা, সেটির সঙ্গে জড়িয়ে গেছে রামোসের নাম!

ক্যাপিটল হিলের ঘটনার সঙ্গে রিয়াল ডিফেন্ডার ও অধিনায়কের সংশ্লিষ্টতার সুতো খুঁজে পেতে কষ্ট হতে পারে যে কারোই। সে সুতো টানা একটা ছবিতে। বিক্ষোভের সময়ে এক ব্যক্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাঁর চেহারার গড়নে রামোসের সঙ্গে অনেক মিল!

অনেকে এই ট্রাম্প-সমর্থকের সঙ্গেও রামোসের মিল খুঁজে নিয়েছেন।
ছবি: টুইটার

বলা হয়, বিশ্বে নাকি প্রায় একই চেহারার সাতজন মানুষ থাকেন। সে ক্ষেত্রে বিক্ষোভকারী এই ব্যক্তিকে রামোসের মতো দেখতে সেই সাতজনের একজন ধরে নিতে পারেন অনেকে! রামোস নিশ্চয়ই ভাবছেন, এমন একজনের সঙ্গে তাঁর চেহারার মিল না থাকলেই ভালো হতো!

মাথায় টুপি, চোখে চশমা, শ্মশ্রুতে আর চিবুকের গঠনে রামোসের সঙ্গে অনেক মিল—এমন দুষ্কৃতকারীর ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতুক হচ্ছে এ নিয়ে। ছবিটির সঙ্গে রামোসের মিল খুঁজে নিয়েছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার সহযোগী প্রতিষ্ঠান রেডিও মার্কারের ধারাভাষ্যকার হোর্হে সেগুরা। ছবিটি টুইটারে দিয়ে ক্যাপশনে রামোসকে ট্যাগ করে সেগুরা মজা করে লিখেছেন, ‘চুক্তি নবায়নের জন্য রামোস নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছেন!’

উপমহাদেশে ফেসবুকে স্প্যানিশ লিগের খেলা সম্প্রচারবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক জো মরিসনও কৌতুক করেছেন এ নিয়ে। ছবিটি টুইট করে লিখেছেন, ‘সের্হিও রামোস কাল রিয়াল মাদ্রিদের অনুশীলনে ছিলেন না। তিনি ক্যাপিটল হিলে ছিলেন!’ পাশে দুটি হাসির ইমোজি।

রামোসের অবশ্য এখন এসব নিয়ে পড়ে থাকার সময় নেই। লিগে রিয়াল মাদ্রিদের একের পর এক ম্যাচ। লিগে সর্বশেষ ম্যাচটিতে অবশ্য পেটের পীড়ার কারণে খেলতে পারেননি রামোস। তবে বাংলাদেশ সময় কাল রাত দুইটায় ওসাসুনার বিপক্ষে লিগে পরের ম্যাচে নামতে পারেন।

চুক্তি শেষ পর্যন্ত যদি নবায়ন করা না-ই হয়, সে ক্ষেত্রে রিয়ালে নিজের শেষ মৌসুমটা নিশ্চয়ই লিগ ও চ্যাম্পিয়নস লিগের কোনো একটি বা সম্ভব হলে দুটিই জিতে রাঙাতে চাইবেন রামোস।

গত কয়েক দিনে তাঁর চুক্তি নবায়ন ঘিরে কতশত গুঞ্জনই তো শোনা গেল। কখনো শোনা যায়, রামোসের সঙ্গে বেতন নিয়ে বনছে না রিয়ালের। আবার পরক্ষণেই খবর আসে, রিয়ালের প্রস্তাব মেনে বেতন কমাতে রামোস রাজি, কিন্তু দুই পক্ষের মতের অমিল নতুন চুক্তির মেয়াদ নিয়ে। আগামী মার্চে ৩৫-এ পড়তে যাওয়া রামোস দুই বছরের জন্য চুক্তি চান, কিন্তু রিয়াল ৩৫-এর ওপরের খেলোয়াড়দের ক্ষেত্রে এক বছর করে চুক্তি নবায়নে আগ্রহী।

রামোসকে ছাড়া রিয়াল মাদ্রিদের কতাহ চিন্তা করা কঠিন।
ছবি: রয়টার্স

রিয়াল ছাড়লে কোথায় যেতে পারেন রামোস, তা নিয়েও গুঞ্জনের কী শেষ আছে! দুদিন আগে খবর এল, আগামী মৌসুমে রামোসকে তো বটেই, বার্সেলোনায় এই মৌসুমে চুক্তি শেষ হতে যাওয়া লিওনেল মেসিকেও নিয়ে যাবে পিএসজি। রক্ষণে রামোস, আক্রমণে মেসি-নেইমারকে নিয়ে দল সাজাবে তারা, এমনই গুঞ্জন। কিন্তু কাল আবার খবর এল, লিভারপুল চায় রামোসকে। এর আগে শোনা গিয়েছিল, রিয়াল মাদ্রিদে রামোসের সাবেক কোচ ও টটেনহামের বর্তমান কোচ জোসে মরিনিও টটেনহামে রামোসকে নিয়ে যেতে চান।

অবশ্য রামোসের মতো ডিফেন্ডারকে পাওয়ার সম্ভাবনা তৈরি হলে কে না নিতে চাইবে!