ক্লপের কাছে বিশ্বের সেরা কৌতুকটা জেনে নিন

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপছবি: টুইটার

সাদিও মানে কি ডাইভার? কাল রাতে সাউদাম্পটনের কাছে লিভারপুল ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচ শেষে এমন একটা প্রশ্ন উঠেছে।

কাইল ওয়াকারের একটি চ্যালেঞ্জে সাউদাম্পটনের পেনাল্টি বক্সে পড়ে গিয়েছিলেন মানে। লিভারপুল সেটিতে পেনাল্টিও দাবি করেছিল। কিন্তু রেফারি সে দাবি মেনে পেনাল্টি দেননি। এরপরই প্রশ্ন ওঠে, মানে কি তাহলে ডাইভার!

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ আছেন মানের পাশেই। সেনেগালিজ ফরোয়ার্ডের বিরুদ্ধে ডাইভিংয়ের অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, মানে ডাইভার নন। আর তাঁকে যদি ডাইভার বলা হয়, সেটা হবে বিশ্বের সেরা কৌতুক।

একই সঙ্গে ক্লপ এ–ও দাবি করেছেন যে মানের ওটা তো বটেই, লিভারপুলের কাল রাতে আরও একটি পেনাল্টি প্রাপ্য ছিল। আরেকটি পেনাল্টির দাবি যে লিভারপুলের খেলোয়াড়েরা তুলেছিলেন, সেটি জর্জিনিও ভাইনালডামের শট থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে লাগার পর।

দুটি আবেদনের একটিতেও সাড়া দেননি রেফারি। ম্যাচ শেষে অবশ্য বেশি কথা হয়েছে মানেকে করা ওয়াকার পিটার্সের চ্যালেঞ্জটি নিয়ে। ক্লপের কথা, ‘সাদিওর পায়ে যখন বল, তখন দেখলেই বোঝা যায়, এটি আসলে কী ছিল। কেউ যদি বলে, সাদিও মানে একজন ডাইভার, তাহলে সেটা হবে বিশ্বের সেরা কৌতুক। ছেলেটি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চায়।’

লিভারপুল প্রাপ্য পেনাল্টি ঠিকভাবে পায় না বলেও অভিযোগ করেছেন ক্লপ, ‘দুটি এমন পরিস্থিতি এসেছে, যেখানে অন্য যেকোনো দল হলেই পেনাল্টি পেত। হ্যান্ডবলের বিষয়টি আমাকে কে কীভাবে ব্যাখ্যা করবে, তা–ও আমি জানি। আর সাদিও মানে যদি সহজে পড়ে যেত, আমরা হয়তো পেনাল্টিটি পেতাম। সে বক্সে পড়ে যাওয়ার পর ওয়াকার-পিটার্স আবারও তার বাঁ পা দিয়ে মেরেছে। এটা তো আরেকটা পেনাল্টি হয়!'

বাকি দলগুলোর চেয়ে কম পেনাল্টি পাওয়ার বিষয়টি হিসাব করতে গিয়ে উদাহরণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে টেনে এনেছেন ক্লপ, ‘যদ্দূর জানি, আমি সাড়ে পাঁচ বছরে যত পেনাল্টি পেয়েছি, ইউনাইটেড দুই বছরেই এর চেয়ে বেশি পেনাল্টি পেয়েছে। আমি জানি না, এটা আমার ভুল কি না অথবা কীভাবে এমনটা হচ্ছে।’

শিরোপা ধরে রাখতে এবার লিভারপুলের খেলোয়াড়দের বেশ লড়াই করতে হচ্ছে বলেই মনে করেন অনেকে। সর্বশেষ তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেয়েছে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ক্লপের দল।

তবে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে লিভারপুল। সব মিলিয়ে ক্লপ বলেছেন, ‘আমি তো মনে করি, আমাদের শুধু অ্যাওয়ে ম্যাচগুলোতেই একটু সমস্যা হচ্ছে। আর এটা সত্যি যে একটু বাজে সময় পার করছি আমরা।’

বাকি দলগুলোর চেয়ে কম পেনাল্টি পাওয়ার বিষয়টি হিসাব করতে গিয়ে উদাহরণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে টেনে এনেছেন ক্লপ, ‘যদ্দূর জানি, আমি সাড়ে পাঁচ বছরে যত পেনাল্টি পেয়েছি, ইউনাইটেড দুই বছরেই এর চেয়ে বেশি পেনাল্টি পেয়েছে। আমি জানি না, এটা আমার ভুল কি না অথবা কীভাবে এমনটা হচ্ছে।’

শিরোপা ধরে রাখতে এবার লিভারপুলের খেলোয়াড়দের বেশ লড়াই করতে হচ্ছে বলেই মনে করেন অনেকে। সর্বশেষ তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেয়েছে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ক্লপের দল।

তবে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে লিভারপুল। সব মিলিয়ে ক্লপ বলেছেন, ‘আমি তো মনে করি, আমাদের শুধু অ্যাওয়ে ম্যাচগুলোতেই একটু সমস্যা হচ্ছে। আর এটা সত্যি যে একটু বাজে সময় পার করছি আমরা।’