ক্লপের সঙ্গে পান করে ঝামেলা...

ক্লপের সঙ্গে ল্যাম্পার্ডের তর্কের সেই মুহূর্ত। ছবি: এএফপি
ক্লপের সঙ্গে ল্যাম্পার্ডের তর্কের সেই মুহূর্ত। ছবি: এএফপি
>অ্যানফিল্ডে গত পরশু রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে এমনিতেই অসন্তুষ্ট ছিলেন চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার ওপর লিভারপুলের বেঞ্চে অতি উচ্ছ্বাস আর সেখান থেকে ভেসে আনা নানা ধরনের কথা পছন্দ হয়নি তাঁর

লিভারপুলের কাছে ৫-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ম্যাচ চলাকালে একবার তেড়েফুঁড়ে চলে গিয়েছিলেন লিভারপুল বেঞ্চের দিকে। তাদের কোচ ইয়ুর্গেন ক্লপকে উদ্দেশ করে অশোভন একটি শব্দও ব্যবহার করেন চেলসি কোচ। বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত। ক্লপের সঙ্গে বসে একটি বিয়ার পান করে ঝামেলাটা মিটিয়ে নিতে পারলে খুশি হতেন ল্যাম্পার্ড।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গত পরশু রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে এমনিতেই অসন্তুষ্ট ছিলেন চেলসির কোচ। তার ওপর লিভারপুলের বেঞ্চে অতি উচ্ছ্বাস আর সেখান থেকে ভেসে আনা নানা ধরনের কথা পছন্দ হয়নি তাঁর। এ কারণেই চটে গিয়েছিলেন ল্যাম্পার্ড। তর্কের একপর্যায়ে তাঁকে অশোভন শব্দ উচ্চারণ করতে শোনা যায়।

শব্দ ব্যবহারে তাঁর আরও সংযত হওয়া উচিত ছিল বলে মনে করেন ল্যাম্পার্ড। আর সেটা নিজের পরিবার ও শিশুদের কথা ভেবেই। প্রিমিয়ার লিগে আগামী পরশু শেষ রাউন্ডের খেলা হবে। চেলসি এই রাউন্ডে মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের। সে ম্যাচ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে ল্যাম্পার্ড বলেছেন, ‌‘সত্যি বলতে কী আমি পরে ভিডিওটি দেখেছি। যে ভাষা ব্যবহার করেছি সেটার জন্য আমি দুঃখিত। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাফেরা করে। আমার দুটি অল্প বয়সী মেয়ে আছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আছে।’

তবে দলের প্রতি ভালোবাসা আর দলকে নিয়ে তর্ক করার ক্ষেত্রে একটু রূঢ় আচরণের বিষয়ে কোনো অনুতাপ নেই ল্যাম্পার্ডের। এ বিষয়ে চেলসির সাবেক মিডফিল্ডার ও কোচের কথা, ‌‘দলকে সমর্থন করার ক্ষেত্রে আমার যে আবেগ সেটা নিয়ে কোনো অনুতাপ নেই।’ তবে ক্লপকে উদ্দেশ করে অশোভন শব্দ উচ্চারণ করলেও লিভারপুল কোচের ওপর কোনো ক্ষোভ নেই ল্যাম্পার্ডের। তাঁর রাগটা আসলে লিভারপুলের বেঞ্চের খেলোয়াড়দের ওপর, ‌‘ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। বেঞ্চের খেলোয়াড়দের বোঝা উচিত ছিল সবকিছুরই সীমা আছে।’

ক্লপের সঙ্গে সমস্যাটা মিটিয়ে নিতে পারলেই খুশি হতেন ল্যাম্পার্ড, ‌‘লিভারপুলের সাফল্যের জন্য ইয়ুর্গেন ক্লপের সঙ্গে একটা বিয়ার পান করতে পারলে ভালো হতো। আসলে ইয়ুর্গেন ক্লপ নন, আমি লিভারপুলের বেঞ্চের একটা অংশের আচরণে ক্ষুব্ধ।’