ক্লাবে ক্লাবে ঈদের আনন্দ

ইউরোপে আজ ঈদ উদ্‌যাপিত হয়েছেছবি: রয়টার্স

বাংলাদেশের আকাশে গতকাল রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আগামীকাল মঙ্গলবারই ঈদ উদ্‌যাপন করবেন। তবে আফগানিস্তান, মালি ও নাইজারে আগেই চাঁদ দেখায় রোববারই পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন। বাংলাদেশের কিছু মানুষও এতে অংশ নিয়েছেন। আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলও আজ ঈদ উদ্‌যাপন করা হচ্ছে। ফলে, এক অর্থে টানা তিন দিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে বাংলাদেশে।

ইউরোপে এদিক থেকে নিশ্চিন্তেই থাকেন মুসলমানরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্‌যাপন করায় এ নিয়ে বাড়তি ভাবনাচিন্তা মাথায় রাখতে হয় না। কাল সন্ধ্যার পর থেকেই তাই ঈদ উৎসবে মেতেছে ইউরোপ।

ফুটবল ক্লাবগুলোও মেতেছে ঈদের আনন্দে। নিজ দেশের সমর্থকদের মধ্যে নানা ধর্মের মানুষ আছে। আর অধিকাংশ ক্লাবেরই সমর্থকগোষ্ঠী এখন দেশ ও মহাদেশের গণ্ডি ছাপিয়ে সারা বিশ্ব পৌঁছে গেছে। ইউরোপে কাল সন্ধ্যা নামার পরই তাই ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করেছে ক্লাবগুলো।

বড় ক্লাবগুলোর মধ্যে সবার আগে শুভেচ্ছা জানিয়েছে ভ্যালেন্সিয়া। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে স্প্যানিশ ক্লাবের পোস্ট, ‘ভ্যালেন্সিয়ার যেসব সমর্থক আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন, তাঁদের ঈদ মোবারক।’ ম্যানচেস্টার ইউনাইটেড শুভেচ্ছা জানিয়েছে একটু পরই। রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘যাঁরা ঈদ উদ্‌যাপন করছেন, সবাইকে শুভকামনা।’ ক্ষণিক পরই বরুসিয়া ডর্টমুন্ড জানিয়েছে ঈদের শুভেচ্ছা, ‘বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষ থেকে সবার পরিবার ও বন্ধুদের আনন্দময় ঈদ মোবারক।’

ঈদের শুভেচ্ছা জানানোয় অবশ্য একটু ‘কিপটেমি’ দেখিয়েছে লিভারপুল। তাদের শুভেচ্ছাবার্তা শুধু সমর্থকদের জন্য, ‘বিশ্বজুড়ে ঈদ উদ্‌যাপন করা সব সমর্থককে জানাই ঈদ মোবারক।’ সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বায়ার্ন মিউনিখও, ‘বিশ্বজুড়ে ঈদ উদ্‌যাপন করা সব সমর্থককে ঈদ মোবারক।’

ম্যানচেস্টারের আরেক ক্লাব সিটিও হেঁটেছে ইউনাইটেডের পথে। ঈদের শুভেচ্ছাবার্তা তাদের সবার উদ্দেশে, ‘ঈদ মোবারক! বিশ্বজুড়ে যে যেখানেই ঈদ উদ্‌যাপন করছেন, সবার ইদ হোক আনন্দময়!’ আজ লন্ডনে ঈদের নামাজের পর আর্সেনাল এক ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

অ্যাস্টন ভিলাও শুভেচ্ছা জানিয়েছে আজ। ক্লাবের ব্যাজ ব্যবহার করে একটি ছবি পোস্ট করে ঈদ মোবারক জানিয়েছে। লিখেছে, ‘যারা বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’ বার্সেলোনা জাভির মুখে ঈদ মোবারক শুনিয়েছে সমর্থকদের।

সৌদি মালিকানাধীন ক্লাব নিউক্যাসল ইউনাইটেড শুভেচ্ছা জানিয়েছে আজ। টুইটার বার্তায় লিখেছে, ‘বিশ্বজুড়ে ঈদ উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদ আনন্দে কাটুক! ঈদ মোবারক।’ এ ছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। সেভিয়া ও বার্নলিও ছড়িয়েছে ঈদের খুশি।

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি ও ফুলহামও জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ব্ল্যাকবার্ন রোভার্স তো ঈদের নামাজের জন্য স্টেডিয়ামই উন্মুক্ত করে দিয়েছে।