খেলা শেষে বাড়ি ফিরে দেখলেন পদক উধাও

চেলসির ইংলিশ রাইটব্যাক রিস জেমস (বাঁয়ে)ছবি: রয়টার্স

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটির হয়ে পুরো ম্যাচ খেলেছেন রিস জেমস। দলের জয় উদ্‌যাপন করে বাড়ি ফিরে হতাশ হতে হয়েছে এই ইংলিশ রাইটব্যাককে। বাড়ি ফিরে যে সবকিছু এলোমেলো দেখতে পান তিনি। বাড়িতে থেকে উধাও মহামূল্যবান দুটি স্মারক। একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের সোনার পদক, অন্যটি ইউরোতে রানার্সআপ হওয়ার পদক। যার মানে চুরি হয়েছে বাড়িতে।  

চেলসির জার্সিতে জেতা রিস জেমসের পদক
ছবি: টুইটার

চোরদের বাড়িতে ঢোকা আর বেরোনোর দৃশ্যের সিসিটিভি ফুটেজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জেমস। দীর্ঘ এক ইনস্টাগ্রাম পোস্টে চোরদের ‘কাপুরুষ’ অভিহিত করেছেন তিনি। তাঁর চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর পদক হয়তো চোরেরা কোথাও বিক্রি করবেন। এটা মাথায় রেখেই হয়তো তিনি চেলসি আর ইংল্যান্ডের সমর্থকদের কাছে একটা আকুতি জানিয়েছেন, তাঁরা যেন এটা খেয়াল রাখেন!

জেমসের ইনস্টাগ্রাম পোস্টের একাংশে লেখা ছিল, ‘চেলসি ও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে আমি যে সম্মান অর্জন করেছি, তা কখনোই আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তা সত্ত্বেও আমি চেলসি ও ইংল্যান্ড সমর্থকদের আহ্বান জানাচ্ছি এই নিচু মানুষদের খুঁজে বের করুন। তারা যেন এসব চুরি করে স্বস্তিতে থাকতে না পারে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ, আমার উপদেষ্টা, চেলসি ক্লাবসহ আরও অনেকে আমার সঙ্গে আছেন। আমরা তাদের খুব কাছাকাছি আছি।’

চেলসির হয়ে বল দখলের লড়াইয়ে রিস জেমস
ছবি: রয়টার্স

মহামূল্যবান দুটি পদক তো খোয়া গেছে, তবু নিজেদের সৌভাগ্যবান ভাবছেন জেমস, ‘সৌভাগ্যবশত তখন কেউ বাড়িতে ছিল না। আমি সবাইকে জানাতে চাই আমি ভালো আছি। নিজের দুর্ভাগ্যের কথা জানাতে পারার জন্য এই প্ল্যাটফর্মের (ইনস্টাগ্রাম) প্রশংসা করতে হয়। আশা করি সবাই একসঙ্গে চেষ্টা করলে চোরদের ধরতে পারব আর বিচারের মুখোমুখি করতে পারব।’