খেলোয়াড় বিদায় করতে গোয়েন্দাও লাগে

টিভি সিরিজ কিংবা সিনেমায় এমন দেখা যায়। কোনো প্রতিষ্ঠানে কারও দোষ ত্রুটি খুঁজে বের করে ছাঁটাই করতে হবে, এ জন্য গোয়েন্দা লাগিয়ে দিচ্ছে সেই প্রতিষ্ঠান-ই। টান টান উত্তেজনার এমন ঘটনাই ঘটছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। লা লিগায় এক সময় খেলা লাস পালমাস সেখানকার ক্লাব। এখন দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া পালমাসেই চলছে এই কাণ্ড।

পালমাস যে তাঁকে আর চায় না, সে কথা তানা নিজেও জানেন। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ায় বাধ্য হয়ে গোয়েন্দা লাগানোর পথ বেছে নেয় পালমাস।

পেদ্রো তানাউসু দমনিগেজ স্প্যানিশ ফুটবলে ‘তানা’ নামে পরিচিত। পালমাসের ‘সি’ ও ‘বি’ এবং মূল দল মিলিয়ে ক্লাবটিতে ৭ বছরের মতো আছেন তানা। ২০২৩ সালে শেষ হবে তাঁর চুক্তির মেয়াদ। কিন্তু ক্লাবটি এখন তাঁর কাছ থেকে আক্ষরিক অর্থেই মুক্তি চায়। কিন্তু চুক্তিপত্রের শর্ত অনুযায়ী চাইলেই তারা তানাকে বিদায় করতে পারবে না। প্রক্রিয়াটা অনেক জটিল এবং তাতে আর্থিক ক্ষতিও হবে। তবে খেলোয়াড়ের অসদাচরণ কিংবা কোনো ভুল-ত্রুটি বের করে বিদায় করার সুযোগটা আছে। পালমাস এ পথেই হাঁটছে। তানার পেছনে বেসরকারি গোয়েন্দা লাগিয়েছে পালমাস।

এই গোয়েন্দার কাজ তানার ব্যক্তিগত জীবনের ভুল-ত্রুটি বের করে ক্লাবকে জানানো।
গত বছর পালমাসের কোচ হয়ে আসেন পেপে মেলে। এরপর থেকেই কোচের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না তানার। গত ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগও করেছিল পালমাস। তাঁকে বলেও দেওয়া হয় অনুশীলনে আসার দরকার নেই। সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে মানা করা হয়। চাইলে ছুটি বাড়াতে পারেন তানা, এমন কথা বলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

পালমাস যে তাঁকে আর চায় না, সে কথা তানা নিজেও জানেন। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ায় বাধ্য হয়ে গোয়েন্দা লাগানোর পথ বেছে নেয় পালমাস। স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপে’ খবরটি প্রথম জানানোর পর নিশ্চিত করেছে মার্কা।
তানার পেছনে প্রায় এক মাস ঘুর ঘুর করেছেন সেই গোয়েন্দা। তদন্ত করে কাগজপত্রও দাখিল করেছেন ক্লাবে। এদিকে তানার আইনজীবীরাও অভিযোগ তুলে জবাব দিয়েছেন।

স্প্যানিশ ফুটবলারদের ইউনিয়ন (এএফই) অবশ্য এমন অনুরোধ করেছে যা পালমাসের ভালো লাগবে না। খেলোয়াড়টির গত মৌসুমের বকেয়া বেতন দেওয়ার কথা তারা বলেছে পালমাসকে। এদিকে তানা মুখে কুলুপ এঁটে বসে আছেন। ২৯ বছর বয়সী এ উইঙ্গার স্বেচ্ছায় ক্লাব ছাড়বেন কি না, তা এখনো জানা যায়নি। তবে তাঁর বন্ধুমহলের খবর হলো, গোয়েন্দা গত এক মাস তদন্ত করে তানার বিরুদ্ধে অভিযোগ তোলার মতো কিছু পায়নি।