‘গর্বিত’ ক্লপের চিন্তা বাড়াচ্ছে থিয়াগোর চোট

এবারও লিগ জেতা হলো না লিভারপুলেরছবি : রয়টার্স

৯২ পয়েন্ট!

এককালে ইংলিশ প্রিমিয়ার লিগে এত বেশি পয়েন্ট পেলে লিগ শিরোপা জয় নিয়ে নিঃসন্দেহ থাকা যেত। এখন আর যাচ্ছে না। যাচ্ছে না ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো ক্লাবগুলোর কারণেই। এই দুই দল নিজেদের ‘চ্যালেঞ্জ’ জানাতে জানাতে ফুটবলের মান এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে ৯২ পয়েন্টও লিগ জয়ের নিশ্চয়তা দেয় না। যে কারণে এবার ৯২ পয়েন্ট পেয়েও লিগ জিততে পারেনি লিভারপুল। এক পয়েন্ট বেশি পেয়ে সে খেতাব জুটেছে সিটির কপালে।

তবে ৯২ পয়েন্টও হেলাফেলা করার মতো নয়। লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ বোঝেন সেটা। বোঝেন দেখেই, খেলোয়াড়দের মানসিকতা, অধ্যবসায় দেখে তাঁর গর্ব হয়।

লিগ হারিয়েও ক্লপ তাই শিষ্যদের জন্য গর্বিত, ‘আমি এর মধ্যে ওদের ৫০০ বার বলেছি, ওরাই আমার সেরা ছাত্র। ওদের চেয়ে ভালো গ্রুপ আমি পাইনি। প্রতিদিন সকালে ওদের সঙ্গে কাজ করতে পারার ব্যাপারটা আমাকে আনন্দ দেয়। আমরা জানি আমরা কেন লিগ হেরেছি। এখন সেসব ভুল থেকে শিক্ষা নেওয়ার সময়। মৌসুমের প্রথমার্ধটা অতো ভালো যায়নি আমাদের। আরও ধারাবাহিক হতে হতো।’

‘কোয়াড্রপল’ জেতা না হলেও, এই মৌসুমে এখনও ‘ট্রেবল’ জেতার সুযোগ আছে ক্লপের সামনে। সামনেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেখানে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই এফএ কাপ ও কারাবাও কাপের পাশাপাশি মৌসুমের তৃতীয় শিরোপা জেতা হয়ে যাবে লিভারপুলের।

সেটা ভেবেই এখন নিজেকে সান্ত্বনা দিচ্ছেন ক্লপ, ‘বাইরের মানুষজন যদি না বোঝে যে এই ছেলেরা কতো ভালো, ওদের বোঝানো যাবে না। আশা করি, এই ছেলেদের নিয়েই মৌসুমের তৃতীয় শিরোপাটা জিতব।’

ক্লপের চিন্তা বাড়াচ্ছেন থিয়াগো
ছবি : রয়টার্স

কিন্তু সে ম্যাচের আগেও ক্লপের চিন্তা কমছে না। একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা আজ চোটে পড়েছেন। ফাইনাল ম্যাচে খেলবেন কি না, সন্দেহ দেখা দিয়েছে। ক্লপ নিজেও নিশ্চিত নন আলকানতারার খেলার ব্যাপারে, ‘আমার মনে হচ্ছে থিয়াগো হয়তো ফাইনাল খেলবে না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ও খোঁড়াচ্ছে। ভালো কিছুর ইঙ্গিত দেয় না এটা।’

ফাইনালের আগে এই উটকো ঝামেলা নিশ্চিতভাবেই চাননি ক্লপ!