‘গার্দিওলা মেসিকে খুব ভালো বোঝেন’

এ দৃশ্য দেখা যেতে পারে আবারফাইল ছবি এএফপি

পরশু রাতে বার্সেলোনায় পাঠানো সেই ব্যুরোফ্যাক্সের পর থেকেই ফুটবল দুনিয়া তোলপাড়। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন! যে ক্লাবকে নিজের ‘বাড়ি’ বানিয়ে ফেলেছিলেন আর্জেন্টাইন তারকা, সেই বাড়ি ছেড়ে দেবেন তিনি! তবে বিস্ময়ের মধ্যেও বড় যে প্রশ্নটা সবার মনে তা হলো মেসির পরবর্তী গন্তব্য কোথায়?

‘মেসিকে নিয়ে গভীর জ্ঞান আছে গার্দিওলার। সে মেসিকে খুব ভালো চেনে, জানে, আমার মনে হয়, সে মেসিকে ব্যবহার করেই সে ম্যানচেস্টার সিটির দারুণ একটা দল গড়ে তুলতে পারবে। সে মেসির কাছ থেকে সেরাটাও খুব সহজে বের করে নিয়ে আসতে পারে
রিভালদো, সাবেক ব্রাজিল ও বার্সেলোনা তারকা

ম্যানচেস্টার সিটির নাম খুব করেই আসছে। সেটি আসছে ইংলিশ ক্লাবটির আর্থিক সক্ষমতার বিচারেই। মেসির মতো খেলোয়াড়কে দলে টানতে যে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে, সেটি ধনী ক্লাব ছাড়া তো আর সম্ভব নয়, মেসিকে বেতন দিতে পারার ক্ষমতাও বিচার্য! সিটির প্রশ্নে অর্থের পাশাপাশি আরও একটা ব্যাপার আসছে, সেটি পেপ গার্দিওলা। বার্সেলোনায় মেসির পুরোনো ‘গুরু’ সিটির কোচ হওয়ার কারণেই ইংলিশ ক্লাবটির সঙ্গে মেসির পরবর্তী গন্তব্য হিসেবে অনেকেই ধরে নিচ্ছেন সিটিকে। এ দৌড়ে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী আছে পিএসজি, ইন্টার মিলান এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডই।

সাবেক বার্সেলোনা তারকা রিভালদো চান মেসি তাঁর পুরোনো ক্লাবেই থাকুন
ফাইল ছবি এএফপি

বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রিভালদো মেসির দলত্যাগের সিদ্ধান্তে দুঃখ পেলেও মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ মেসিকে ঘিরেই গড়ে তুলতে পারেন তাঁর নতুন দল। তিনি মেসি-গার্দিওলার রসায়নের কথাও উল্লেখ করেছেন। গার্দিওলা মেসির সেরাটাও খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবেন বলে ধারণা তাঁর, ‘মেসিকে নিয়ে গভীর জ্ঞান আছে গার্দিওলার। সে মেসিকে খুব ভালো চেনে, জানে, আমার মনে হয়, সে মেসিকে ব্যবহার করেই সে ম্যানচেস্টার সিটির দারুণ একটা দল গড়ে তুলতে পারবে। সে মেসির কাছ থেকে সেরাটাও খুব সহজে বের করে নিয়ে আসতে পারে।’

বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রিভালদো মেসির দলত্যাগের সিদ্ধান্তে দুঃখ পেলেও মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ মেসিকে ঘিরেই গড়ে তুলতে পারেন তাঁর নতুন দল। তিনি মেসি-গার্দিওলার রসায়নের কথাও উল্লেখ করেছেন। গার্দিওলা মেসির সেরাটাও খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবেন বলে ধারণা তাঁর, ‘মেসিকে নিয়ে গভীর জ্ঞান আছে গার্দিওলার। সে মেসিকে খুব ভালো চেনে, জানে, আমার মনে হয়, সে মেসিকে ব্যবহার করেই সে ম্যানচেস্টার সিটির দারুণ একটা দল গড়ে তুলতে পারবে। সে মেসির কাছ থেকে সেরাটাও খুব সহজে বের করে নিয়ে আসতে পারে।’

রিভালদো ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা তারকা ছিলেন। ন্যু ক্যাম্পে ছিলেন ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত। তিনি অবশ্য মনে করেন মেসি বার্সা ছাড়লে সেটি হবে খুবই দুঃখজনক, ‘মেসি বার্সা ছাড়লে সেটি হবে দারুণ গল্পের দুঃখজনক এক সমাপ্তি। কিন্তু ফুটবলে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই হয় না।’

মেসি বার্সেলোনা ছাড়ার কথা বললেও বার্সা কিন্তু তাঁকে ছাড়তে রাজি নয়। ন্যু ক্যাম্প মনে করে ২০২১ সালের জুনের আগ পর্যন্ত মেসি ক্লাব ছাড়তে পারেন না। আর্জেন্টাইন তারকার রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো। মেসি ক্লাব ছাড়তে চাইলে এটি নিয়ে বড় ধরনের আইনি জটিলতার একটা শঙ্কা থেকেই যাচ্ছে।

রিভালদো চান মেসি বার্সাতেই থাকুন। তবে একান্তই যদি সেটি না হয় তাহলে ন্যু ক্যাম্পে তাঁর শেষটা যেন ভালো হয়। প্রশাসকেরাও যেন দ্রুতই মেসির সঙ্গে কথাবার্তা বলে একটা পারস্পরিক সমঝোতার ব্যবস্থা করতে পারেন, ‘বার্সেলোনা অবশ্যই তাদের সেরা রত্নটিকে হাতছাড়া করতে চাইবে না। তবে সেটি না হলেও অন্য ক্লাবের কাছ থেকে ভালো প্রস্তাব পেয়ে তারা যেন তাঁকে চলে যেতে সাহায্য করেন।’

বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই সুয়ারেজকে অপ্রয়োজনীয় বলে দিয়েছেন। মেসি এর পরপরই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সামনের দিনে বার্সেলোনা দলটি কেমন হবে! মেসি যদি সত্যিই সত্যিই চলে যান তাহলে কোম্যানকে বড় বিপদেই পড়তে হবে বলে মনে করেন রিভালদো, ‘কোম্যানকে আসলে ‘শূন্য’ থেকে শুরু করতে হবে যদি মেসি আর সুয়ারেজ চলে যান।’