গোলরক্ষক শহিদুলের খেলা হচ্ছে না নেপাল-কাতারের বিপক্ষে

চোট পেয়ে হোটেল ছাড়ছেন শহিদুল।ছবি: প্রথম আলো

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে তৈরি ছিলেন মানসিকভাবে। কোচ জেমি ডের প্রাথমিক একাদশেও ছিলেন। গতকাল সকালেও জানতেন বিকেলে ম্যাচ খেলবেন। কিন্তু দুপুরের একটু আগেই খবর আসে, গোলরক্ষক শহিদুল আলম সোহেলের কোমরে হালকা চিড় ধরেছে। তাই কোচ জেমি ডে ঝুঁকি নেননি। শহিদুল বাদ পড়ে যান। নেপালের বিপক্ষে বাংলাদেশের গোলপোস্টে দাঁড়ান তরুণ আনিসুর রহমান জিকো। গতকালই জাতীয় দলের জার্সিতে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে।

শহিদুল আজ দুপুরে বাংলাদেশ দলের হোটেল ত্যাগ করেছেন। উঠেছেন নিজ ক্লাব দল আবাহনীর তাঁবুতে। হঠাৎ করে এভাবে দল ছেড়ে যাওয়া তাঁর জন্য হতাশার। বিশেষ করে নেপালের বিপক্ষে ২০১৮ সাফ ফুটবলে বাজে গোল খেয়েছিলেন বলে এবার ভালো খেলার জন্য প্রস্তুত ছিলেন। সেবার নেপালের নিরীহ একটা ফ্রি–কিক ঠিকঠাক ধরতে পারেননি। বল তাঁর হাত ফসকে জালে চলে যায়। কয়েক দিন আগে বাংলাদেশ দলের অনুশীলনে শহিদুল বলেছিলেন, ‘নেপালের বিপক্ষে সেই ভুল সব সময়ই আমাকে তাড়িয়ে বেড়ায়। যেখানেই যাই ওই দুঃস্মৃতি মনে পড়ে। নেপালের সঙ্গে এবার আমি সুযোগ পেলে অবশ্যই ভালো খেলতে চেষ্টা করব।’

সুযোগ আর পেলেন না। ব্যথিত শহিদুল প্রথম আলোকে বলেন, ‘আমি সব করতে পারছি। কিন্তু মেরুদণ্ডের নিচে কোমরে একটু ব্যথা আছে, যা ডিস্টার্ব করছে। নতুন ফিজিও এমআরআই করান। তাতে কোমরে হালকা চিড় ধরা পড়েছে। এ জন্য আমাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আট সপ্তাহের মতো লাগবে সুস্থ হতে। টিমে ঢুকতে সব চেষ্টাই করেছি। কঠোর অনুশীলন করেও হলো না। কী আর করা।’

শহিদুলের রুমমেট ও ক্লাব সতীর্থ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জানান, ‘সোহেল ভাইয়ের এমআরআই রিপোর্ট অস্ট্রেলিয়ায় পাঠান নতুন অস্ট্রেলিয়ান ফিজিও। সেখান থেকেই পরামর্শ দেওয়া হয়েছে সোহেল ভাইকে বিশ্রাম দিতে। নইলে তাঁরই খেলার কথা ছিল নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা। দুর্ভাগ্য তাঁর। এভাবে তিনি হঠাৎ দল ছেড়ে যেতে বাধ্য হওয়ায় খুবই খারাপ লাগছে।’

S.H.TANKU

শুধু ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচ নয়, শহিদুল যেতে পারবেন না কাতারেও। ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের কাতারের সঙ্গে ফিরতি ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচে দলের তিনজন আশরাফুল ইসলাম, আনিসুর রহমান ও পাপ্পু হোসেনের একজনকে বেছে নেবেন কোচ। তিন গোলকিপারকে নিয়ে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন পর্ব সেরেছেন নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি।