গ্রিজমান সর্বকালের সেরাদের একজন

আঁতোয়ান গ্রিজমান।ছবি: রয়টার্স

আজ ফিফটি করতে নামবেন আঁতোয়ান গ্রিজমান। ক্লাব ক্যারিয়ারে যত উত্থান-পতনের মধ্য দিয়েই যান না কেন, ফ্রান্সের জার্সিতে বরাবরই আলো ছড়ান এই ফরোয়ার্ড। কোচ দিদিয়ের দেশমের অনেক আস্থার জায়গা গ্রিজমান। এ কারণেই অবিশ্বাস্য এক কীর্তি গড়ার মুখে আজ বার্সেলোনা ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ খেলার কথা চিন্তাও করতে পারেন না অনেকে। সেখানে ৫০ ম্যাচ টানা! আজ ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে সে কীর্তি করতেই নামবেন গ্রিজমান। কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনায় গ্রিজমান কত বড় ভূমিকা পালন করেন, সেটা এ তথ্যেই বোঝা যায়। বিশ্বকাপ, ইউরো, নেশনস কাপ কিংবা প্রীতি ম্যাচ, যেকোনো ধরনের ম্যাচে নানা পরীক্ষা–নিরীক্ষার মধ্যেও গ্রিজমানকে ছাড়া নামার সাহস হয়নি তাঁর।

শিষ্যকে কতটা পছন্দ করেন, সেটা বুঝিয়ে দিয়েছেন ভূয়সী প্রশংসায়। দেশমের চোখে গ্রিজমান শুধু ফ্রান্সের নয়, বিশ্বেরই সর্বকালের সেরাদের একজন!

দেশমের অনেক বড় ভরসার নাম গ্রিজমান।
ছবি: রয়টার্স

ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় চারে আছেন গ্রিজমান। ৯২ ম্যাচে ৩৭ গোল করা এই ফরোয়ার্ডকে অবশ্য শুধু গোল দিয়ে বিচার করা যায় না। বরং স্ট্রাইকারদের একটু পেছনে থেকে মাঝমাঠের সঙ্গে খেলা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন বলেই তাঁর গুরুত্ব বেশি। ২০১৬ ইউরোতে ৬ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন। আর ২০১৮ সালে দেশকে বিশ্বকাপ জেতানোর পথে করেছিলেন ৪ গোল।

আজ দেশের জার্সিতে টানা ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন গ্রিজমান। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে দলে আর যার জায়গা নিয়েই সন্দেহ থাকুক না কেন, নিশ্চিতভাবেই গ্রিজমান একাদশে থাকবেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে কথা জানাতে গিয়েই গ্রিজমানের জন্য স্তুতির বান বইয়ে দিয়েছেন দেশম।

এমবাপ্পে-গ্রিজমান জুটি ফ্রান্সের সাফল্যের মূল কারণ।
ছবি: রয়টার্স

গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘সে যে টানা এত ম্যাচ খেলছে, এটা দারুণ এক ব্যাপার। এখন আর তার বয়স ২০ না, কিন্তু সে নিজের খুব ভালো যত্ন নেয়। সে একজন পেশাদার এবং চোটে পড়ার হাত থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। ফ্রান্স জাতীয় দলে তার কী প্রভাব, সেটা গোল আর গোলে সহায়তাতেই বোঝা যায়। এর সঙ্গে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং দরকার পড়লে রক্ষণে সহায়তা করাটাও যোগ করুন। সে ইউরোপ ও বিশ্বজুড়ে সর্বকালের সেরাদের একজন।’

দলে খেলা গড়ে দেওয়ার মতো অনেকেই আছেন ফ্রান্সে। গত ম্যাচেই খেলা নিয়ন্ত্রণ করে ম্যাচসেরা হয়েছেন পল পগবা। রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্ম দলে ফিরিয়ে এনেছে করিম বেনজেমাকেও। কিন্তু গ্রিজমানের গুরুত্ব তাতে এক ফোঁটা কমছে না।

আক্রমণে করিম বেনজেমার সঙ্গেও দারুণ জমেছে গ্রিজমানের।
ছবি: রয়টার্স

কারণটা ব্যাখ্যা করেছেন দেশম, ‘আমাদের ট্যাকটিক্যাল নেতাদের একজন সে। সে যেভাবে মাঠে দৌড়ায়, যেভাবে বল নিয়ন্ত্রণ করে এবং গোল করা ও করানোর যে ক্ষমতা, সেটা খেলা বদলে দেয়। সে একজন আক্রমণাত্মক খেলোয়াড়, সৃষ্টিশীল খেলোয়াড় এবং প্রথাগতর বাইরে কিছু করার ক্ষমতা রাখে। এটা সে বহুদিন ধরেই প্রমাণ করে আসছে। দরকার পড়লেই আবার রক্ষণেও সাহায্য করে, এটা দারুণ একটা ব্যাপার। হয়তো সে একটু বেশিই করে, আমি তার এই গুণের কথা অস্বীকার করতে পারব না। এটা ওর স্বভাবজাত এবং আমাদের খেলায় ভারসাম্যর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই রক্ষণে সাহায্য করার ব্যাপারটাও তার বড় খেলোয়াড় হওয়া এবং আক্রমণে বড় প্রভাব রাখায় পথে বাধা হয় না।’