চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছেন তপু বর্মণ

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মণফাইল ছবি: প্রথম আলো

গত ৪ ডিসেম্বর স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। প্রায় এক মাস হয়ে গেলেও কোনো উন্নতি হয়নি। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ভারতের মুম্বাইয়ে চিকিৎসা করাতে যাচ্ছেন তপু। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তপু নিজেই।

এই টার্ফকে ফুটবলারদের জন্য চোটের ফাঁদ মনে করেন অনেকে
ফাইল ছবি: প্রথম আলো

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পান তপু। এর পর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন জাতীয় দলের সহ–অধিনায়ক। এখন চিকিৎসকের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য মুম্বাই যেতে হচ্ছে তাঁকে।

তপু
ছবি: বাফুফে

আজ শনিবার প্রথম আলোকে তপু বলেন, ‘ডাক্তার বলেছেন, হাঁটুর লিগামেন্টে সমস্যা আছে। মুম্বাইয়ের এক ডাক্তারের সঙ্গে দেখার করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী ভারতীয় ভিসার জন্য অবেদন করেছি। ভিসা হয়ে গেলেই মুম্বাইয়ে যাব।’ ক্লাব সূত্র জানিয়েছে, তপুর চোটটা এতটাই গুরুতর যে তাঁকে এই মৌসুমে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এ ক্ষেত্রে বড় ক্ষতি হয়ে যাবে জাতীয় দলেরও। আগামী জুনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাইপর্ব।

তপু
ফাইল ছবি: প্রথম আলো

কাল টার্ফের কারণে ব্যথা পেয়েছেন জাতীয় দলের আরেক সেন্টারব্যাক রিযাদুল হাসান। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে টার্ফে পা আটকে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের এই ডিফেন্ডার। আজ এমআরআই করানো হয়েছে তাঁর। কমলাপুর স্টেডিয়ামে খেলতে গিয়ে একের পর এক চোটে পড়ছেন ফুটবলাররা। তবু এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন।