চীনে আজ নামছে বাংলাদেশ
আসিয়ান আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গত পরশু চীনের ইউনানে উড়ে গেছেন মামুনুলরা। আজ টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের সঙ্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়। বাংলাদেশের গ্রুপের অন্য দুটি দল চীনের হেবেই ও লিজিয়ান ফুটবল ক্লাব। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে।