চেলসিতে দাম না পেয়ে ইতালিতে আলো ছড়াচ্ছেন তাঁরা

জোড়া গোল করেছেন জিরুছবি : রয়টার্স

স্ট্রাইকার-সমস্যা ছিল দুই দলেরই। সমস্যা-সমাধানে দুই দলই হাত বাড়িয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির দিকে। এসি মিলান যেখানে চেলসি থেকে নিয়ে আসে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুকে, রোমা আনে ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামকে।

চেলসিতে নিয়মিত সুযোগ না পাওয়া এই দুই স্ট্রাইকার নিজেদের প্রমাণ করতে যে মুখিয়ে ছিলেন, এটা বোঝা গেছে লিগের প্রথম ম্যাচ থেকেই। আজ আবারও বোঝা গেল তাঁদের ভেতরকার এই তাড়না। নিজ নিজ দলের জয়ে এই দুই স্ট্রাইকারই রেখেছেন ভূমিকা।

প্রথমে জিরুর কথা দিয়ে শুরু করা যাক। জিরুর দল এসি মিলান আজ কালিয়ারিকে হারিয়েছে ৪-১ গোলে। ম্যাচের পাঁচটা গোলই হয়েছে প্রথমার্ধে, নির্দিষ্ট করে বললে ৪৩ মিনিটের মধ্যে। জিরু নিয়ে করেছেন দুই গোল। একটি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা স্প্যানিশ আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ ও পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।

ম্যাচের ১২ মিনিটেই ইতালিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সান্দ্রো তোনালির গোলে এগিয়ে যায় এসি মিলান। ১৫ মিনিটেই সেন্ট্রাল মিডফিল্ডার আলেসসান্দ্রো দেইওলার গোলে সমতায় ফেরে কালিয়ারি। দুই মিনিট পরেই ফরাসি লেফটব্যাক থিও হার্নান্দেজের সহায়তায় গোল করে আবারও মিলানকে এগিয়ে দেন রাফায়েল লিয়াও। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিলানকে।

গোল পেয়েছেন ট্যামি আব্রাহামও
ছবি : রয়টার্স

২৪ মিনিটে দিয়াজের সহায়তায় নিজের প্রথম গোল করেন জিরু। ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পেছনেও দিয়াজের সাহায্য পেয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। দিয়াজের কল্যাণেই পেনাল্টি পায় মিলান, যে পেনাল্টি থেকে গোল করে ৪-১ গোলে এগিয়ে যায় রোজোনেরিরা।

ওদিকে রোমার জয়টা ছিল আরও দাপুটে। মিলান ম্যাচের প্রত্যেকটা গোল যদি প্রথমার্ধে হয়ে থাকে, রোমার ম্যাচের প্রতিটা গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে দলে নতুন আসা উরুগুইয়ান লেফটব্যাক মাতিয়াস ভিনিয়ার সহায়তায় গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার লরেঞ্জো পেল্লেগ্রিনি। চার মিনিট পরেই আরমেনিয়ান আক্রমণাত্মক মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানের সহায়তায় গোল করেন ফরাসি মিডফিল্ডার জর্দান ভেরেতুত।

৬৯ মিনিটে স্প্যানিশ উইঙ্গার কার্লেস পেরেজের সহায়তায় গোলের খাতায় নাম লেখান সাবেক চেলসি স্ট্রাইকার ট্যামি আব্রাহাম। ৭৯ মিনিটে ভেরেতুতের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন পেল্লেগ্রিনি।

এই জয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে রোমা। শীর্ষে আছে তাঁদেরই নগরপ্রতিদ্বন্দ্বী লাৎসিও। ওদিকে রোমা-লাৎসিওর সমান ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে মিলানের দুই দল ইন্টার মিলান ও এসি মিলান। গতকাল এম্পোলির বিপক্ষে ম্যাচ হারা জুভেন্টাস আছে পয়েন্ট তালিকার ১২ নম্বর স্থানে।