চ্যাম্পিয়নস লিগ জিতেও এত আনন্দ পাননি জিদান

নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা দিন জিদানের। ছবি: এএফপি
নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা দিন জিদানের। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের ইতিহাসে জিনেদিন জিদান কিংবদন্তি হয়ে আছেন ২০০২ সাল থেকেই। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাঁর সেই গোলের পরই রিয়াল ইতিহাসে নাম লেখা হয়ে গেছে তাঁর। এই ক্লাবের জার্সিতেই অবসর নিয়ে আরও পাকাপোক্ত করেছেন নিজের উচ্চতা। তবু খেলোয়াড় নয়, কোচ হিসেবেই যেন রিয়ালের ইতিহাসে নিজেকে বড় দেখানোর পণ করেছেন জিদান।

গতকাল কোচ হিসেবে নিজের দ্বিতীয় লা লিগা জিতেছেন জিদান। পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন এমন তিন মৌসুমের দুবারই লিগ শিরোপা হাতে নিয়েছেন জিদান। সে সঙ্গে টানা তিন চ্যাম্পিয়নস লিগ তো আছে। আধুনিক ফুটবলে এমন অবিশ্বাস্য কিছু আর কোনো দল বা কোচ করে দেখাতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহ আছে। তবু দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হয়ে যখন ফিরলেন জিদান, তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল। আড়াই বছরে ৯ শিরোপা জিতে নিজেকে যে পর্যায়ে তুলেছেন, সে উচ্চতা থেকে পতনটা যে আরও বেশি ভয়ংকর দেখাত।

এক বছরে আরও দুই শিরোপা জিতে আপাতত সে সন্দেহের অবসান করেছেন জিদান। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১১টি শিরোপা জিতেছেন জিদান। ২০৯ ম্যাচে ১১ শিরোপা। অর্থাৎ ১৯ ম্যাচ প্রতি একটি ট্রফি পেয়েছেন। তবু বাকি দশটি ট্রফির চেয়ে এবারের শিরোপাকেই সেরা মানছেন জিদান। কাল ম্যাচ শেষে বলেছেন, 'এটা অসাধারণ এক অনুভূতি, কারণ খেলোয়াড়েরা যা করেছে তা প্রশংসাযোগ্য। আমার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। চ্যাম্পিয়নস লিগ হলো চ্যাম্পিয়নস লিগ। কিন্ত এই লিগ শিরোপা আমাকে বেশি আনন্দ দিচ্ছে কারণ লা লিগা অসাধারণ।'

২০১৮–১৯ মৌসুমে রিয়ালের খেলা দেখে মনে হয়েছিল, এই স্কোয়াড বুড়িয়ে গেছে। এই দলের কারও মধ্যে আর জয়ের ক্ষুধা নেই। মদরিচ, ক্রুস, রামোস, মার্সেলোদের খেলায় কোনো প্রাণ ছিল না। প্রায় সে দল নিয়েই আবার লিগ জিতেছেন জিদান। তবু শিরোপা জেতায় নিজেকে নয়, খেলোয়াড়দেরই অবদান দেখালেন এই কোচ, 'আমরা সেরা কারণ সবচেয়ে বেশি পয়েন্ট আমরা পেয়েছি, এটুকুই। আমার কাছে পেশাদার ক্যারিয়ারের অন্যতম সেরা দিন এটি। খেলোয়াড়েরাই মাঠে লড়াই করে। হ্যাঁ, এটা সত্যি মাঠে আমার ভূমিকা থাকে। কিন্তু ওরাই সেটার ওপর আস্থা রাখে, বিশ্বাস করে। দারুণ সব ব্যক্তিত্বের একটি দল এটি এবং ওদের এত আনন্দিত দেখে আমারও আনন্দ হচ্ছে। এমনকি যারা খেলার সুযোগ কম পেয়েছে, ওরাও নিবেদিত ছিল। যাদের অবদান কম ছিল তারাও।'