ছবিতে ছবিতে এরিকসেনে উজ্জ্বীবিত ডেনমার্কের দারুণ লড়াই আর বেলজিয়ামের জয়

ম্যাচের আগেই এরিকসেনের বিশাল ১০ নম্বর জার্সি রাখা হয় মাঠের মাঝে।ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ান এরিকসেন হাসপাতালে। ম্যাচের আগে ডেনমার্কের কোচ কাসপার হিউলমান্দ বলছিলেন, এরিকসেন নিশ্চিত হাসপাতালে ম্যাচের জার্সি পরেই দলের খেলা দেখতে বসবেন। ডেনমার্কের অধিনায়ক সিমন কিয়েরও ম্যাচের আগে বলে রেখেছিলেন, এরিকসেনকে কিছুটা সুস্থ দেখে তাঁরা আগের চেয়ে নির্ভার আছেন। বেলজিয়ামের বিপক্ষে ইউরোতে আজ কোপেনহেগেনে ম্যাচটা এরিকসেনের জন্যেই খেলতে নামবেন বলে জানিয়ে দিয়েছিলেন কিয়ের।

ডেনমার্ক কী দারুণই না খেলেছে! ম্যাচের অনেকটা সময় পর্যন্ত মনেই হয়নি, ড্যানিশদের প্রতিপক্ষ বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সেরা দল বেলজিয়াম! ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়েও গিয়েছিল ডেনমার্ক, প্রথমার্ধে পাত্তাই দেয়নি বেলজিয়ামকে।

কিন্তু চোট কাটিয়ে ফেরা কেভিন ডি ব্রুইনা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামতেই বদলে যায় হিসেব-নিকেশ। প্রথমে থরগান হ্যাজার্ডকে দিয়ে গোল করালেন ডি ব্রুইনা, পরে এদেন হ্যাজার্ডের পাস থেকে করলেন বেলজিয়ামের দ্বিতীয় গোল। বেলজিয়াম জিতল ২-১ গোলে।