ছবিতে ছবিতে এরিকসেনের জন্য ভালোবাসা

আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ ডেনমার্ক ও বেলজিয়ামের ম্যাচে একটি বিরতি আসবে ১০ মিনিটে। গত শনিবার মাঠে হার্ট অ্যাটাক হয়েছিল ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের। বর্তমানে হাসপাতালে থাকা এই মিডফিল্ডারকে সাহস জোগাতে আজ ইউরোর ম্যাচে ১০ মিনিটের পর খেলা থামিয়ে এক মিনিটের জন্য হাততালি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিপক্ষ বেলজিয়ামের পক্ষ থেকে রোমেলু লুকাকুই জানিয়েছিলেন, ১০ মিনিটে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে এটা নিশ্চিত করবেন।

আগেই জানিয়ে দেওয়ায় চমক ছিল না, তবু মুহূর্তটার ভালোবাসা টের পেতে কারও অসুবিধা হয়নি। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থাতেও প্রতিদ্বন্দ্বিতা নয়, ভালোবাসাই জানিয়েছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা। ছবিতে দেখে নিন, আজ এরিকসেনের জন্য সবাই কীভাবে ভালোবাসা জানিয়েছেন।

এরিকসেনকে শক্তি জোগাতে বিল্ডিংয়ের চেহারাই পালটে ফেলা হয়েছে।

১ / ৭
ছবি: রয়টার্স

আজ পুরো গ্যালারি এসেছে এরিকসেনকে ভালোবাসা জানাতে।

২ / ৭
ছবি: রয়টার্স

এরিকসেনের বিশাল এক জার্সি আনা হয়েছিল মাঠে।

৩ / ৭
ছবি: রয়টার্স

এরিকসেনের জার্সি ফ্রেমে বাঁধাই করে উপহার দেওয়া হয়েছে মাঠে তাঁকে সিপিআর দেওয়া ডেনিশ অধিনায়ক সিমোন কিয়ারকে।

৪ / ৭
ছবি: রয়টার্স

এরিকসেন, ডেনমার্কের সবাই তোমার পাশে।

৫ / ৭
ছবি: রয়টার্স

খেলা থামিয়ে দেওয়া হলো ১০ মিনিটের জন্য। দর্শক, খেলোয়াড়, রেফারি—সবাই হাততালি দিচ্ছেন এরিকসেনের জন্য।

৬ / ৭
ছবি: রয়টার্স

বল মাঠের বাইরে পাঠানোর পর টমাস ডেলানিকে জড়িয়ে ধরলেন লুকাকু। পাশে তালি দিচ্ছেন কিয়ার।

৭ / ৭
ছবি: রয়টার্স