ছবিতে ডেনমার্ক-রাশিয়া ম্যাচ

কোপেনহেগেনে সব সমীকরণ মিলিয়ে ইউরোর শেষ ষোলোয় উঠেছে ডেনমার্ক। রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে রুপকথার এক জয় তুলে নিয়েছে তারা।

অন্য ম্যাচে ফিনল্যান্ডকে বেলজিয়াম ২-০ গোলে হারানোয় 'বি' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে গ্রুপপর্ব টপকানোর টিকিট পায় ডেনমার্ক।

বি গ্রুপের তলানির দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল রাশিয়া। আসুন ছবিতে দেখে নেই এ ম্যাচের কিছু দৃশ্য।

১ / ৭
ম্যাচের ৩৮ মিনিটে মিকেল ড্রামসগার্ডের দুরপাল্লার শটে করা গোল। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় ডেনমার্ক।
ছবি: রয়টার্স
২ / ৭
৫৯ মিনিটে গোলের পর ইউসুফ পলসেনের আবেগাক্রান্ত উদযাপন। ২-০ গোলে এগিয়ে যায় ডেনমার্ক।
ছবি: রয়টার্স
৩ / ৭
পেনাল্টি থেকে রাশিয়ান স্ট্রাইকার আরতেম জুবার গোল। ৭০ মিনিটে এ গোলে রাশিয়া শুধু হারের ব্যবধান (২-১) কমাতে পেরেছে।
ছবি: রয়টার্স
৪ / ৭
৭৯ মিনিটে ক্রিশ্চেনসেনের দুরপাল্লার অবিশ্বাস্য শটে করা গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ডেনমার্ক। কোপেনহেগেন স্টেডিয়ামে সমর্থকেরা তখন উল্লাসে ফেটে পড়েন।
ছবি: রয়টার্স
৫ / ৭
৮২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ডেনমার্কের জোয়াকিম মাহেলে। সতীর্থদের সঙ্গে তাঁর উদযাপন।
ছবি: রয়টার্স
৬ / ৭
বড় ব্যবধানের হারে বিদায়ে শোকাতুর রাশিয়ার খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স
৭ / ৭
শেষ ষোলোয় ওঠার আনন্দ উদযাপন ডেনমার্কের খেলোয়াড়দের।
ছবি: রয়টার্স