ছবিতে দেখুন মেসিদের আনন্দ–হতাশার মুহূর্তগুলো

দারুণ এক ফ্রিকিকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। নিজেও খেলেছেন দারুণ। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া ছিল আর্জেন্টিনা। মেসি সেই চেষ্টাটাই করে গেছেন সতীর্থদের নিয়ে। কিন্তু চিলির বিপক্ষে শেষ পর্যন্ত জয় পায়নি আর্জেন্টিনা। রিও ডি জেনিরোর এ ম্যাচে ৩৩ মিনিটে দারুণ এক ফ্রিকিকে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ৫৭ মিনিটে চিলি সমতায় ফেরে, গোল করেন এদুয়ার্দো ভারগাস। তবে গোলটা হতে পারত পেনাল্টি থেকেই। আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আর্তুরো ভিদালের নেওয়া একটি পেনাল্টি তিনি ঠেকিয়ে দেন। ফিরতি বলটা জালে জড়ান ভারগাস।

মেসি চেষ্টা করেছেন। খেলেছেনও ভালো। ফ্রিকিক থেকে দারুণ গোল করে আর্জেন্টিনাকে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষ অবধি তাঁর দল ড্র করেই মাঠ ছেড়েছে। ছবি: রয়টার্স

চিলির বিপক্ষে মেসি এক বিশেষ ভঙ্গিমায়। ছবি: রয়টার্স

চিলির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিলেন। কিন্তু কাজ হয়নি। রক্ষণটা ভাঙতে পারেননি মেসি। ছবি: এএফপি

৩৩ মিনিটে মেসির নেওয়া দুর্দান্ত সেই ফ্রিকিকটি। এই গোলেই আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন তিনি। ছবি: এএফপি

বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আর্জেন্টিনার রদ্রিগো ডি পলের। ছবি: এএফপি

চিলির বিপক্ষে মাঠে সর্বত্র ছিলেন মেসি। কিন্তু দলের বাকিরা তাঁর সঙ্গে তাল মেলাতে পারল কই? ছবি: এএফপি

আনহেল দি মারিয়াকে বাধা দেওয়ার চেষ্টায় চিলির রক্ষণ সেনা। ছবি: এএফপি

খুব অল্প সময়ের মধ্যেই সমতায় ফিরল চিলি। ছবি: এএফপি

চিলির রক্ষণে আর্জেন্টিনার সুযোগ তৈরির চেষ্টা। ছবি: এএফপি

চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দিলেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেসের একটি প্রচেষ্টা। ছবি: এএফপি

ভিদালের পেনাল্টি ঠেকালেন আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ। কিন্তু ফিরতি বলে হেড করে বল জালে পাঠালেন ভারগাস। ছবি: এএফপি

মেসি ম্যাচটি ড্র করায় দোষ দেখছেন নিজেদেরই। ছবি: রয়টার্স

চিলির রক্ষণে সের্হিও আগুয়েরোর একটি চেষ্টা। ছবি: রয়টার্স

ম্যাচ শেষে ‘ভালো শুরু না পেয়ে’ হতাশ মেসিরা। আর্জেন্টিনাকে রুখে দিয়ে জয়ের আনন্দই পাচ্ছে চিলি। ছবি: রয়টার্স

রিও ডি জেনিরোয় মেসির আরেকটি হতাশার রাত। ছবি: রয়টার্স