জাপানি মাতসুশিমাকে খেলাতে চায় বাফুফে

ফুটবলার মাতসুশিমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলা।ছবি: বাফুফে

সুমাইয়া মাতসুশিমার জন্ম জাপানে। কিন্তু ২০ বছর বয়সী ফুটবলারের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলা। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির নজরে আসে সুমাইয়ার ফুটবল প্রতিভা। এরপরই বাফুফের টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে তাঁকে ফেডারেশনে ডেকে পাঠানো হয়। সুমাইয়াকে জাতীয় দলে সুযোগ দিতে চায় ফেডারেশন।

সুমাইয়ার মা তমোমি মাতসুশিমা জাপানি। বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। মায়ের কাজের সুবাদে কখনো জাপানে কখনো ঢাকায় থাকতে হয় সুমাইয়াকে। তবে পড়াশোনাটা বাংলাদেশেই করছেন। ছোট বেলায় ভাইয়ের সঙ্গে ফুটবল খেলতেন। এভাবেই ফুটবলের নেশাটা জন্মে তাঁর। বর্তমানে রাজধানীর সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে ‘এ’ লেভেলে পড়ছেন। দুই বছর আগে ঢাকায় যে আন্তঃ স্কুল ইংলিশ মিডিয়াম ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে দলের অধিনায়কত্ব করেন সুমাইয়া। সেবার টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার ও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

খেলতে গিয়ে লিগামেন্টে চোট পেয়েছিলেন গত বছর। ভারতে গিয়ে লিগামেন্টে অস্ত্রোপচার করে এসেছেন। এরপর এক বছর ফুটবল থেকে দূরেই ছিলেন। চিকিৎসকেরাও তাঁকে ফুটবল খেলতে নিষেধ করেছিলেন। কিন্তু ফুটবল ছাড়া ভালো লাগে না সুমাইয়ার। স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার, ‘ফুটবল ছাড়া আমি একদমই থাকতে পারি না। এত দিন স্কুল পর্যায়ে খেলেছি। এবার বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলতে চাই।’

করোনার মধ্যে ঘরে বসে না থেকে ফুটবল নিয়ে নানা রকম ফ্রি স্টাইল টেকনিক দেখাতে শুরু করেন। এ ছাড়া ফুটবল নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে ভিডিও পোস্ট দিতেন। তাঁর এই ভিডিও দেখেই মূলত পল স্মলি তাঁকে ডেকে পাঠান গত বৃহস্পতিবার।
জুনিয়র (অনূর্ধ্ব-১৮) বয়সভিত্তিক দলের ক্যাম্পে তাঁকে নেওয়ার কোনো সুযোগ নেই।

বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির সঙ্গে কথা বলছেন মাতসুশিমা
ছবি: বাফুফে

তবে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী জানালেন, জাতীয় দলের ট্রায়ালে তাঁকে শিগগিরই সুযোগ দেওয়া হবে। গোলাম রব্বানী আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা সুমাইয়ার সঙ্গে কথা বলেছি। ওর যে বয়স তাতে জুনিয়র দলের সঙ্গে অনুশীলনে নিতে পারছি না। তবে জাতীয় দলের দল গঠনের জন্য চূড়ান্ত ট্রায়াল সামনেই। ওই সময় সানজিদা, কৃষ্ণাদের সঙ্গে ওর ট্রায়াল নেওয়া হবে। ট্রায়ালে যোগ্যতা প্রমাণ করতে পারলে সেও জাতীয় দলে খেলতে পারবে।’

বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো সমস্যা হবে না সুমাইয়ার।