জাভিকে কোচ হিসেবে চায় বার্সেলোনা

বর্তমানে আল সাদের দায়িত্বে আছেন জাভি। ছবি : এএফপি
বর্তমানে আল সাদের দায়িত্বে আছেন জাভি। ছবি : এএফপি
বার্সেলোনার বর্তমান কোচ আর্নেস্তো ভালভার্দের চাকরি কত দিন থাকে, বলা যাচ্ছে না। তার ওপর সুপারকোপার সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ভালভার্দের চাকরি নিয়ে আরও বেশি টানাটানি পড়ে গেছে। এখন শোনা যাচ্ছে, ভালভার্দেকে ছাঁটাই করে নতুন ম্যানেজার হিসেবে ক্লাবের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে আনতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা


বার্সেলোনার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ আর টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদাল গিয়েছেন কাতারে।

তা যেতেই পারেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অন্যতম প্রধান দুই কর্তাব্যক্তি হওয়ার সুবাদে কত জায়গাতেই তো যাওয়া লাগে। কিন্তু বছরের এই সময়ে তাদের কাতার সফরের অন্য একটা উদ্দেশ্য খুঁজে বের করেছেন ফুটবলপ্রেমীরা।

এমনিতেই বার্সেলোনার অনেক সমর্থক নিজেদের কোচ আর্নেস্তো ভালভার্দেকে অতটা পছন্দ করেন না। পান থেকে চুন খসলেই ভালভার্দেকে ছাঁটাই করার দাবি তোলেন। ঘরোয়া লিগ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ভালভার্দের অধীনে বার্সেলোনার তেমন কোনো সাফল্যও নেই, যা নিন্দুকদের আরও কথা বলার সুযোগ করিয়ে দিয়েছে। সর্বশেষ ঝামেলাটা লেগেছে সুপারকোপার সেমিফাইনালে এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার হারার পর। ভালভার্দের চাকরি এখন আক্ষরিক অর্থেই সুতোয় ঝুলছে। বোর্ড সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ যতই ভালভার্দেকে ছাঁটাই না করার কথা বলুন না কেন, সবাই মোটামুটি বুঝে গিয়েছে, ভালভার্দের চাকরি আর বেশি দিন নেই। আর সে গুঞ্জন আরও জোরালো হয়েছে অস্কার গ্রাউ আর এরিক আবিদালের এই কাতার সফরের পর।

বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ যে কাতারের আল সাদ ক্লাবের ম্যানেজার!

শোনা যাচ্ছে, কাতারে আসলে জাভি হার্নান্দেজের সঙ্গেই কথাবার্তা বলতে গিয়েছিলেন আবিদাল আর গ্রাউ। ভালভার্দের জায়গায় তাঁকেই বার্সেলোনার ম্যানেজার হিসেবে পছন্দ হয়েছে কর্তাব্যক্তিদের। যদিও বলা হচ্ছে, বার্সার ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলেকে দেখতে কাতারে গিয়েছিলেন আবিদাল আর গ্রাউ। চোটে আক্রান্ত তারকা দেম্বেলের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কাতারেই। চিকিৎসার কী অবস্থা, সেটা জানার জন্যই বলে দুজন কাতারে গিয়েছিলেন।

কিন্তু সেখানে গিয়ে যে জাভির সঙ্গেও দুজন কথা বলে এসেছেন, সে ছবি প্রকাশিত হয়েছে, খবরও বের হয়ে গিয়েছে। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন সবাই, নিজেদের পরবর্তী ম্যানেজার হিসেবে ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডারকে চাইছে বার্সেলোনা।

এদিকে আল সাদ সাফ জানিয়ে দিয়েছে, এখনই জাভিকে ছাড়ার কোনো ইচ্ছে নেই তাদের। ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে পরিচালক তুর্কি আল-আলি জানিয়েছেন, 'জাভি যে তাঁর কোচিং ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে বার্সেলোনায় ফিরতে চাইবেন, এটা জানা কথা। বার্সেলোনাই তাঁর প্রথম ভালোবাসা। তবে সেটা ভবিষ্যতের কথা। এখন তিনি আল সাদের কোচ। এই সপ্তাহে আল রাইয়ানের সঙ্গে আমাদের ম্যাচ আছে। জাভি ও খেলোয়াড়দের সকল মনোযোগ সে ম্যাচের ওপরেই নিবদ্ধ। আর বার্সেলোনার ব্যাপারে বলব, তারা যথেষ্ট পেশাদার ও বড় ক্লাব বলেই জানি। আশা করি এ ব্যাপারে আলোচনার ক্ষেত্রে তারা আনুষ্ঠানিক প্রক্রিয়া অবলম্বন করবে।'