জামালকে পেতে কলকাতা মোহামেডানকে বাফুফের চিঠি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াফাইল ছবি: প্রথম আলো

নেপালের তিন জাতি টুর্নামেন্টে খেলতে জামাল ভূঁইয়া কবে জাতীয় দলে যোগ দিতে পারবেন, সেটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগে খেলছেন জামাল।

এদিকে জাতীয় দলের কোচ জেমি ডে–ও নেপালের তিন জাতি সিরিজের জন্য কাল ঘোষিত ২৪ সদস্যের দলে রেখেছেন জামালকে।

নেপালে তিন জাতি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। ওদিকে কলকাতা মোহামেডানে জামালের খেলা আছে ২১ মার্চেও। মাঝে মাত্র এক দিন সময়। জামালকে নিয়ে অনিশ্চয়তা এ কারণেই।

তবে কাল জেলা ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক সভার পর সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, ‘নিয়ম আছে ফিফা উইন্ডোতে জাতীয় দল ডাকলে ক্লাবগুলো খেলোয়াড়কে ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা আমাদের খেলোয়াড়কে চেয়ে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। দেখি তারা কী বলে। জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন কথা।’

জাতীয় দলের কোচ জেমি ডে–র সঙ্গে জামাল ভূঁইয়া।
ফাইল ছবি: প্রথম আলো

জামাল অবশ্য আগেই প্রথম আলোকে জানিয়েছেন, তিনি নেপালে খেলতে চান।বাফুফে এখন আছে কলকাতা মোহামেডানের জবাবের অপেক্ষায়। নেপালের টুর্নামেন্ট চলাকালে আই লিগে কলকাতা মোহামেডানের দুটি ম্যাচ পড়তে পারে।

সুপার সিক্স পর্বে শেষ ম্যাচ ২৭ মার্চ। দুই ম্যাচের জন্যই জামালকে ছাড়তে হবে তাদের। জামাল অবশ্য ২১ মার্চ গোকুলাম এফসির বিপক্ষে ম্যাচটি খেলেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে চান। ২২-২৯ মার্চ ফিফার আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচির মধ্যে নেপালের টুর্নামেন্টটি হওয়ায় নিয়ম অনুযায়ী মোহামেডানও তাঁকে ছেড়ে দিতে বাধ্য।

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টটি ২৩ মার্চ শুরু হয়ে শেষ হওয়ার কথা ২৯ মার্চ। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ১৩ মার্চ।