জামালদের জন্য ২০ লাখ টাকা বোনাস ঘোষণা

নেপালে বাংলাদেশ দলবাফুফে

বাংলাদেশ সময়ে সন্ধ্যা পৌনে ছয়টায় তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ম্যাচটি জিততে পারলে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২০ লাখ টাকা বোনাস পাবেন জামাল ভূঁইয়ারা। বাফুফের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বোনাসটি।

তিন জাতি টুর্নামেন্টের ট্রফির সঙ্গে ফাইনালের দুই দলের অধিনায়ক ও কোচ
বাফুফে


তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশের খেলা দেখার জন্য ২২ মার্চ কাঠমান্ডুতে এসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথম দুই ম্যাচ দেখলেও আজ ফাইনালের ম্যাচটি দেখা হচ্ছে না তার। বর্তমানে কাঠমান্ডুর এয়ারপোর্টে আছেন তিনি। দুপুরে কাঠমান্ডু ছাড়ার উদ্দেশে এয়ারপোর্টে পৌঁছালেও ফ্লাইট জটিলতায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এয়ারপোর্টে অবস্থা করতে হচ্ছে তাঁকে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ফাইনাল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
গোলকিপার: আনিসুর রহমান
ডিফেন্ডার: সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, মেহেদী হাসান, রিমন হোসেন
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মানিক মিয়া, রাকিব হোসেন, মেহেদী হাসান
ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা।