জামিন পেলেও মুক্তি মিলছে না ধর্ষণে অভিযুক্ত রোনালদো-সতীর্থর

ম্যাসন গ্রিনউড জামিন নিয়ে হাজত থেকে বের হয়েছেনছবি: রয়টার্স

তাঁর বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। তদন্ত চলাকালীন সাময়িক শাস্তি পাচ্ছেন, চূড়ান্ত শাস্তি কী হবে, সে অনিশ্চয়তা তো আছেই। এর মধ্যে দুদণ্ড স্বস্তি এসেছে আজ ম্যাসন গ্রিনউডের জীবনে। ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।

তবে তদন্ত চলবে, সেটিতে অভিযোগ প্রমাণিত হলে গ্রিনউডকে আবার গ্রেপ্তার করা হতে পারে। আপাতত তাঁকে প্রশ্নোত্তরপর্ব শেষে হাজতবাস থেকে মুক্তি দিয়েছে পুলিশ।

তবে হাজত থেকে মুক্তি পেলেও আসলেই কি মুক্তি পাচ্ছেন গ্রিনউড? ক্রিস্টিয়ানো রোনালদো, মার্কাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজদের সঙ্গে খেলার সুযোগ যে এখনই পাচ্ছেন না তিনি! ম্যানচেস্টার ইউনাইটেড গতকালও আবার জানিয়ে দিয়েছে, ইউনাইটেডের হয়ে আপাতত অনুশীলন বা খেলায় ফেরার কোনো সুযোগ নেই গ্রিনউডের।

গত রোববার ধর্ষণ ও বান্ধবীকে পেটানোর অভিযোগে গ্রিনউডকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি আর অডিও-ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে গ্রিনউডের বান্ধবী তাঁর ওপর গ্রিনউডের নির্যাতনের বর্ণনা দিয়েছেন। পরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সে পোস্ট মুছে ফেলেন গ্রিনউডের বান্ধবী।

এরপর গতকাল তাঁকে যৌন নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগেও গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে আজ তাঁকে জামিন দেওয়া হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের বিবৃতিতে অবশ্য গ্রিনউডের নাম উল্লেখ করা হয়নি, শুধু লেখা হয়েছে, ‘এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গত ৩০ জানুয়ারি ২০ বছর বয়সী একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছিল, আরও তদন্ত সাপেক্ষে তাঁকে আজ জামিন দেওয়া হয়েছে।’ পাশাপাশি ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর পরিচয় গোপন থাকার আইনগত অধিকার ক্ষুণ্ন না করতেও সবাইকে আহ্বান জানিয়েছে পুলিশ।

তদন্তের শেষে কী অপেক্ষা করছে, সেটি সময় বলবে। তবে গত দু-তিন দিনে উল্টেপাল্টে যাওয়া গ্রিনউডের ২০ বছরের জীবনে এখন শুধুই ধোঁয়াশা। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড ভাবা হতো তাঁকে, আপাতত তিনি খেলারই সুযোগ পাচ্ছেন না।

গ্রিনউড আর ইউনাইটেডের জার্সিতে খেলতে পারবেন?
ফাইল ছবি: রয়টার্স

তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘একঘরে’ও করে রেখেছেন তাঁর ইউনাইটেড সতীর্থরা। গতকালই খবর আসে, গ্রিনউডকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন রোনালদোরা।

আর্থিক দিক থেকেও ক্ষতির মুখে পড়ছেন গ্রিনউড। এরই মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নাইকি চুক্তি স্থগিত করে দিয়েছে গ্রিনউডের সঙ্গে।

বিখ্যাত ভিডিও গেম ফিফা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইএ স্পোর্টস জানিয়েছে, ‘ফিফা ২২-এর খেলোয়াড় তালিকা থেকে ম্যাসন গ্রিনউডকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ফিফা আলটিমেট টিমের (এফইউটি) প্যাক ও আলটিমেট ড্রাফট থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’