জিদান চলে গেলে রিয়াল মাদ্রিদের কোচ কে হতে পারেন

জিদান থাকবেন না রিয়ালে?ছবি: রয়টার্স

জিনেদিন জিদান ব্যাপারটা অস্বীকার করছেন। কিন্তু ইউরোপজুড়ে সংবাদমাধ্যমে গুঞ্জন, মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ছেন ফরাসি কিংবদন্তি।

খেলোয়াড়ি জীবনে তাঁর সাবেক আরেক ক্লাব জুভেন্টাসের কোচ হবেন, এমনটাই আরও বেশ কদিন আগে জানিয়েছিল মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দুই দৈনিক মার্কা ও এএস। এরই মধ্যে নাকি রামোস-বেনজেমাদের সেটি জানিয়েও দিয়েছেন জিদান, এমনই শোনা গিয়েছিল দুদিন আগে। কিন্তু গতকাল লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের পর জিদানের দাবি, তেমন কিছু তিনি বলেননি।

জিদান দাবি করছেন বটে, কিন্তু ইএসপিএন, মার্কা, এএসসহ আরও অনেক সংবাদমাধ্যম জানাচ্ছে, জিদানকে ছাড়াই আগামী মৌসুমের পরিকল্পনা আঁটছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরই মধ্যে তিনি নাকি বেশ কয়েকটি নাম বিবেচনা করছেন রিয়াল মাদ্রিদে জিদানের পরে কে কোচ হবেন, সেটি ঠিক করার জন্য।

রিয়ালের কিংবদন্তি স্ট্রাইকার ও বর্তমানে ক্লাবের যুবদলের কোচ রাউল গঞ্জালেস, সাবেক জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, আগামী জুনের ইউরোর পর জার্মানি জাতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া ইওয়াখিম ল্যুভ, বেলজিয়াম জাতীয় দলের কোচ রবের্তো মার্তিনেজ, রিয়ালকে ২০১৪ চ্যাম্পিয়নস লিগ জেতানো সাবেক ও এভারটনের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিসহ কয়েকটি নাম।
পাঠক, শেষ পর্যন্ত কে রিয়াল মাদ্রিদে জিদানের উত্তরসূরি হবেন বলে মনে করেন? মত জানিয়ে দিন ভোটে।