জিদান চাকরি হারাবেন বলে মনে করেন কি?

জিনেদিন জিদান।ছবি: এএফপি

গতকাল কোপা দেল রেতে তৃতীয় বিভাগের দল আলকয়ানোর কাছে হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। লিগে আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও দলের পারফরম্যান্স সমর্থকদের সন্তুষ্ট করেনি। ওদিকে খেলোয়াড়দের চুক্তি নবায়ন ও নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মতের মিল হচ্ছে না বলে নিয়মিত খবর আসছে। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের সময় ফুরিয়ে আসছে বলেই বলে হচ্ছে। এ বিষয়ে আপনার কী ধারণা?