জিদান জয়ে ১০০, দৌড়ে তৃতীয়

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।ছবি: রয়টার্স

লা লিগায় কাল রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধ শেষেও ২-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে মৌসুমের প্রথম জয়ের মুখ দেখিয়েছেন জিনেদিন জিদান। এ ম্যাচটা তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে। বেতিসকে হারিয়ে লা লিগায় দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন রিয়াল কোচ।

দারুণ এক মাইলফলকে জিদান
ছবি: রয়টার্স

২০১৬ সালের ৪ জানুয়ারি রিয়াল মূল দলের কোচ হন জিদান। ফরাসি কিংবদন্তি কি তখন ভাবতে পেরেছিলেন এতটা পথ পেরিয়ে আসবেন? রিয়ালের ইতিহাসে ডাকাবুকো কোচের অভাব নেই। কিন্তু তাঁদের অনেকেই ক্লাবটির ডাগ আউটে বেশি দিন টিকতে পারেননি। এদিকে রিয়াল মূল দলের কোচ হওয়ার আগে জিদানের বড় কোনো দল সামলানোর অভিজ্ঞতাও ছিল না। সেখান থেকে দুই মেয়াদে এই ক্লাবের দায়িত্ব নিয়ে তিনি লিখে চলছেন রূপকথা। কাল সে রূপকথায় যোগ হলো নতুন পাতা—১০০তম জয়!

রিয়াল কোচ হিসেবে কাল লা লিগায় শততম জয় তুলে নিয়েছেন জিদান। দলটিকে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো এ কোচ স্পেনের শীর্ষস্থানীয় লিগে এ নিয়ে ১৪৭তম ম্যাচে রিয়ালের ডাগ আউটে বসে ১০তম জয় তুলে নিলেন। এর মধ্যে ঘরের মাঠে জিতেছেন ৫৫ ম্যাচ, প্রতিপক্ষের মাঠে ৪৫ ম্যাচ। এ পথে জিদানের খেলোয়াড়দের গোল করা ও গোল হজমের পরিসংখ্যানটা দলটির সমর্থকদের জন্য সন্তুষ্টির উপলক্ষ। ১৪২ গোল হজমের বিপরীতে ৩৪২ গোল করেছে জিদানের রিয়াল।

জিদান রিয়াল কোচ হিসেবে লা লিগায় যে সবচেয়ে বেশি ম্যাচ জিতলেন তা কিন্তু নয়। মিগুয়েল মুনোজকে নিশ্চয়ই জানা আছে? ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে ধরা হয় মুনোজকে। ১৯৪৮ থেকে ১৯৫৮ পর্যন্ত রিয়াল কোচ হিসেবে দুবার ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) ও নয়বার লিগ জিতেছেন স্পেনের সাবেক এ মিডফিল্ডার। এই মুনোজ লা লিগায় রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন—২৫৭। জয়ের হিসেবে জিদানের সামনে এখন শুধুই মুনোজ। তবে লা লিগায় দ্রুততম ১০০ ম্যাচ জয়ের দৌড়ে জিদান তৃতীয়। বার্সেলোনা কোচ হিসেবে ১৩২তম ম্যাচে এসে শততম জয় তুলে নিয়েছিলেন পেপ গার্দিওলা। এরপর মুনোজ (১৩৯) এবং তারপর জিদান (১৪৭)।