জিদানের ভুলটাই কোমানের ঠিক

কোমানের প্রকল্প ধীরে ধীরে সাফল্য পাচ্ছে।ছবি: রয়টার্স

বার্সেলোনার সেই তারকার হাট ভেঙে গিয়েছে আগেই। বর্তমানে কাতালান ক্লাবটির আস্থা তারুণ্যে। বিশেষ করে ডাচ কোচ রোনাল্ড কোমান দলটির দায়িত্ব নেওয়ার পর তরুণ ফুটবলারদের দিকেই নজর দিয়েছেন বেশি। ভবিষ্যতে চোখ রেখে একটি দল তৈরি করতে চান কোমান। কাজটি তিনি ভালোই করতে পারছেন বলে মনে করেন বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রিভালদো। কোমান যে কাজটা ঠিক করছেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান সেখানেই পিছিয়ে আছেন বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা।

১৬ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচ বেশি করে খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। সাম্প্রতিক কালে বার্সেলোনা আর শিরোপার প্রথম দাবিদার নয়, তা সবারই জানা। তাই বর্তমানে তৃতীয় স্থানে থাকলেও অখুশি নন রিভালদো। দলের তরুণ খেলোয়াড়দের কোমান ভালো ভাবে ব্যবহার করতে পারছেন বলেই বরং তাঁর সন্তুষ্টি। লিগ টেবিলে পিছিয়ে থাকলেও এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

পেদ্রির পারফরম্যান্স ভবিষ্যত নিয়ে আশাবাদী করে তুলেছে বার্সেলোনাকে।
ছবি: রয়টার্স

দলের এই সাফল্যে কোমানের ক্যারিশমা দেখছেন রিভালদো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলার এক কলামে লিখেছেন, ‘আমি সব সময় বলেছি যে তরুণ প্রতিভা পরিচালনার মূল চাবিকাঠি হলো তাদের ওপর চাপ না দেওয়া। আমি মনে করি বুসকেটস, মেসি ও জর্ডি আলবার সঙ্গে তরুণ খেলোয়াড়দের একত্র করার কাজটি কোমান ভালো করছেন। এ জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছে থেকে কোমানের অভিনন্দন ও সম্মান প্রাপ্য।’

গোলরক্ষক টের স্টেগানের প্রশংসাও করেছেন রিভালদো। বার্সেলোনার শেষ সোনালি সময়ের গোলরক্ষক ভিক্টর ভালদেসের থেকেও স্টেগানকে এগিয়ে রেখেছেন তিনি, ‘আমার দেখামতে টের স্টেগান বার্সেলোনার সেরা গোলরক্ষক। ভিক্টর ভালদেসের চেয়েও তাকে এগিয়ে রাখব।’

জিদানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিত।
ছবি: রয়টার্স

এরই মধ্যে বার্সেলোনা নিশ্চিত করেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। যেখানে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। রিভালদোর দৃষ্টিতে জিদান তরুণদের ব্যবহার করতে পারছেন না। তিনি লিখেছেন, ‘আমি জানি না এর পেছনে কে আছেন! তবে জিদান যেভাবে শুরুতে ভালভার্দে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়রদের ব্যবহার করছিলেন, এখন তার উল্টো হচ্ছে।’

রিয়ালের বর্তমানে অন্যতম সেরা তরুণ খেলোয়াড় বলা হয়ে থাকে ব্রাজিলের ভিনিসিয়ুসকে। কিন্তু ভিনিসিয়ুসের ওপর রাগ করে তাঁকে জিদান খেলাচ্ছেন না বলে গুঞ্জন ছড়িয়েছে। সেটা হলে দলের ক্ষতি হচ্ছে বলেই মনে করেন রিভালদো, ‘আমি এই সপ্তাহে পড়েছি যে এটা শাস্তি হিসেবে করা হচ্ছে। জিদান দলের কৌশল নিয়ে কথা বলার মুহূর্তে মোবাইল ব্যবহার করছিল ভিনিসিয়ুস। কিন্তু এ জন্য তাকে না খেলিয়ে বিষয়টির সমাধান করা যায় না। কারণ এতে দল ও জিদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি জরিমানা করেই সমাধান করা যেত।’