জেমি ডের সেরা তিনেই ছিলেন না লেভানডফস্কি

জেমি ডে রবার্ট লেভানডফস্কিকে সেরা তিনেই রাখেননি।ছবি: প্রথম আলো

২০২০ সালের ফিফা বর্ষসেরা 'দ্য বেস্ট' পুরস্কার ঘোষিত হয়ে গেল কাল। ২০১৮ সালের পর আবারও লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া অন্য কারও হাতে দেখা গেল এ পুরস্কার। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো এক মৌসুমের পর স্বাভাবিকভাবেই এ পুরস্কারটা বুঝে নিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

২০২০ সালে গোলবন্যা বইয়ে দিয়েছেন। দলের খেলায় পুরোপুরি অংশ নিয়েছেন আর দলকে সম্ভাব্য সব শিরোপা এনে দিয়েছেন। এ বছর লেভানডফস্কি এ পুরস্কার না পেলে বড় অন্যায় হতো। কিন্তু যেহেতু এটা ভোটের ওপর নির্ভর করে, ফলে উপযুক্ত বিজয়ীই যে এটা পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই। কারও ব্যক্তিগত পছন্দই এগিয়ে থাকতে পারে ভোটের ক্ষেত্রে। যেমনটা দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডের ক্ষেত্রে। তাঁর চোখে লেভানডফস্কি সেরা তো ননই, এমনকি সেরা তিনেই জায়গা হয়নি বায়ার্ন ফরোয়ার্ডের!

এবারের ফিফা বর্ষসেরা রবার্ট লেভানডফস্কি
ছবি: রয়টার্স

গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোলের পর এ মৌসুমেও ক্লাবের জার্সিতে ১৮ গোল হয়ে গেছে লেভানডফস্কির। এবারও ম্যাচের চেয়ে গোল বেশি এই স্ট্রাইকারের। কিন্তু ফিফার বর্ষসেরার পুরস্কারে যাঁরা ভোট দেন (সব জাতীয় দলের অধিনায়ক, কোচ, প্রতিটি দেশের সংবাদমাধ্যমের একজন এবং অনলাইনে সাধারণ মানুষের ভোট), তাঁদের অনেকেই বাস্তবের সেরার চেয়ে ব্যক্তিগত পছন্দকেই বেছে নেন। আবার অনেকেই ব্যক্তিগত প্রাধান্যকে পাশে সরিয়ে শুধু এক বছরের পারফরম্যান্সকেই বেছে নিতে জানেন।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এমন একজন। প্রজন্মের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদো যে ২০২০ সালে সেরা ফর্মে ছিলেন না, সেটা স্বীকার করে নিয়েছেন ভূঁইয়া। এ কারণেই তাঁর সেরা লেভানডফস্কি, দুইয়ে আছেন লিভারপুলের সাদিও মানে আর তিনে বায়ার্নকে টেবল জিতিয়ে এবারই লিভারপুলে যাওয়া থিয়াগো আলকানতারা। কিন্তু বাংলাদেশ কোচের চোখে এ বছরও সেরা ছিলেন রোনালদো, দুইয়ে আছেন মেসি। আর তিনে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস।

কোচ বেছে নেওয়ার ক্ষেত্রেও জামালের কাছে অর্জনটাই গুরুত্ব পেয়েছে। লিগে একপর্যায়ে সাতে চলে যাওয়া বায়ার্ন মিউনিখের দায়িত্ব পেয়ে সে দলকেই তিনটি শিরোপা এনে দেওয়া হান্সি ফ্লিককেই বেছে নিয়েছেন জামাল। এরপর লিডসের বিয়েলসা ও তিনে রিয়ালের জিনেদিন জিদান। ওদিকে ইংলিশ জেমি ডের কাছে সেরা মনে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ইয়ুর্গেন ক্লপ (চূড়ান্ত বিজয়ী)। তাঁর দুই ও তিনে আছেন ফ্লিক ও সেভিয়াকে ইউরোপা জেতানো হুলেন লোপেতেগি।

ভারতেও প্রায় একই দৃশ্য দেখা গেছে। অধিনায়ক সুনীল ছেত্রী এ বছরের সেরা পারফরমারদের বেছে নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর সেরা তিন হলো লেভানডফস্কি, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও সাদিও মানে। তাঁর সেরা কোচেরা হলেন ধারাবাহিকভাবে ফ্লিক, ক্লপ ও বিয়েলসা।

ওদিকে ভারতের কোচ ইগর স্টিমাচ ইংলিশ প্রিমিয়ার লিগের যে একটি ক্লাবের সমর্থক সেটা বুঝিয়ে দিয়েছেন তাঁর ভোটে। সেরা ফুটবলারের তালিকায় তাঁর প্রথম তিন হলো মানে, মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইক। তাঁর সেরা কোচ অবশ্যম্ভাবীভাবেই ইয়ুর্গেন ক্লপ। তাঁর পছন্দের তালিকার দুই ও তিন বিয়েলসা ও ফ্লিক।