জেমি–ক্লিভলিদের সঙ্গে জামালদের একদিন

এ মাসের ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি আন্তর্জাতিক ম্যাচ দিয়েই মাঠে ফিরছে জাতীয় ফুটবল দল। প্রস্তুতি অবশ্য শুরু হয়েছে ২৪ অক্টোবর থেকেই। তবে একসঙ্গে পুরো দলের অনুশীলন শুরু হলো আজই প্রথম। প্রায় ১০ মাস পর জামাল ভূঁইয়াদের অনুশীলন করালেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ছিলেন তাঁর সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস, নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলিও। দীর্ঘদিন পর সব কোচকে একসঙ্গে পেয়ে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আনন্দ, কোচরাও অনুশীলন পর্বটা করে রেখেছিলেন প্রাণবন্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ জাতীয় ফুটবল দলের অনুশীলনের টুকরো টুকরো মুহূর্ত ধরা পড়েছে শামসুল হক–এর ক্যামেরায়—

১ / ৮
ডেনমার্কের ঠান্ডা থেকে হঠাৎ বাংলাদেশের গরমে এসে পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ডাবের পানিতে তৃষ্ণা মেটানোর চেষ্টা
ছবি: শামসুল হক
২ / ৮
ফিটনেস অনুশীলন হয়েছে গত কয়েক দিন। আজ থেকে শুরু হয়েছে খেলোয়াড়দের বল নিয়ে অনুশীলনও
ছবি: শামসুল হক
৩ / ৮
দুজনের গায়েই লাল-সবুজ জার্সি, দুজনেরই শিকড় বাংলাদেশে। তবে জামাল ভূঁইয়া উঠে এসেছেন ডেনমার্ক থেকে, ফিনল্যান্ড থেকে তারিক কাজী
ছবি: শামসুল হক
৪ / ৮
চার গোলরক্ষক (বাঁ থেকে) শহীদুল আলম, আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম ও পাপ্পু হোসেনের সঙ্গে নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি
ছবি: শামসুল হক
৫ / ৮
অনুশীলনের ফাঁকে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের সঙ্গে একটু বিশ্রাম নিচ্ছেন জেমি ডে
ছবি: শামসুল হক
৬ / ৮
জিকো-আশরাফুলদের শেখাতে শেখাতে সামান্য খুনসুটিও হয়ে গেল নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলির
ছবি: শামসুল হক
৭ / ৮
মাঠে দাঁড়িয়ে সেই চেনা ভঙ্গিতে শিষ্যদের নির্দেশনা দিচ্ছেন কোচ জেমি ডে
ছবি: শামসুল হক
৮ / ৮
বলটা ঠিক আছে তো? দেখে নিচ্ছেন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি
ছবি: শামসুল হক