জয়ে শুরু জামালের কলকাতা মোহামেডানের

জয়ের পর সতীর্থদের সঙ্গে জামালের গোল উদযাপন।
ছবি : কলকাতা মোহামেডান

কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে অভিষেক হয়ে গেল জামাল ভূঁইয়ার। আজ সুদেভা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে কলকাতা মোহামেডানের আই লিগ। এ মৌসুমে আই লিগেরও এটা প্রথম ম্যাচ। অভিষেকটা বেশ ভালোই হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে জয় দিয়ে লিগ শুরু করেছে কলকাতা মোহামেডান।

চার বিদেশি খেলানোর কথা থাকলেও মোহামেডান কোচ হোসে হেভিয়া খেলিয়েছেন তিনজনকে। এর মধ্যে জামালসহ খেলেছেন কিংসলে ও রাফায়েল। প্রথম ম্যাচে জামালকে পুরো ৯০ মিনিট খেলাননি কোচ। ম্যাচের ৮৭ মিনিটে মোহাম্মদ ফাতাউকে নামিয়ে তুলে নেন জামালকে। করোনা থেকে সেরে উঠে খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি জামাল। তবে কাল বেশ কিছু নিখুঁত পাস দিয়েছেন, বেশ কিছু ক্রস ফেলেছেন বক্সে। করেছেন কয়েকটা ফ্রি কিক। প্রথম ম্যাচ হিসেবে যথেষ্ট ভালোই খেলেছেন বাংলাদেশের মিডফিল্ডার।

কলকাতা মোহামেডানের জার্সিতে জামাল।
ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ সুদেভা এফসি এবারের আই লিগে নতুন দল। এই দলে ছিলেন না কোনো বিদেশি ফুটবলার। শতাব্দীপুরোনো দলের সঙ্গে নতুন দলের লড়াইয়ে অবশ্য বল দখলে এগিয়ে ছিলেন মোহামেডানের ফুটবলাররাই। অবশ্য সুদেভা এফসিতে খেলেছেন ভারতীয় ফুটবলে দীর্ঘদিন খেলা পিন্টু মাহাতো, কেন লুইস। তাঁদের সঙ্গে জয় দিয়েই ম্যাচ শুরু হওয়ায় নিশ্চয়ই বেশ খুশি কোচ হেভিয়া।

ম্যাচের ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কলকাতা মোহামেডানের ফয়সাল আলী। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ডান দিকে কোনাকুনি শটে গোলটি করেন ফয়সাল।

কলকাতা মোহামেডানের পরের ম্যাচটি হবে ১৪ জানুয়ারি, প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে হবে এই ম্যাচ।