টাকায় নয়ছয় না করেই মেসিকে কিনবে পিএসজি? সংশয়ে নেইমারের সঙ্গী

বার্সেলোনা তারকা লিওনেল মেসিছবি: এএফপি

কথাটা ঘরের বাইরের লোক বললে না হয় গায়ে সয়, কিন্তু ঘরের লোক বললে কেমন লাগে! পিএসজির এখন হয়তো এমনই লাগছে।

মৌসুম শেষে ইউরোপিয়ান ফুটবল বাজারের সবচেয়ে আলোচিত দলবদলের প্রস্তুতি নিচ্ছে পিএসজি। ইউরোপের সংবাদমাধ্যমে পিএসজিকে নিয়ে যত কথা হচ্ছে, সেসব দেখে অন্তত এমন মনে হওয়াই স্বাভাবিক।

এর মধ্যে বাইরে থেকে কথা উঠেছিল, টাকা নয়ছয় না করে এই দলবদল সম্পন্ন করতে পারবে না ফরাসি ক্লাবটি। এবার সে কথাতেই কি না পরোক্ষভাবে সায় দিয়ে বসলেন পিএসজিতে নেইমারেরই মিডফিল্ডার আন্দের এরেরা!

কাকে নিয়ে এত কথা, তা না বললেও চলে। মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে লিওনেল মেসির। গত আগস্টে মেসি বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশের পর থেকেই তাঁর সম্ভাব্য দলবদল ঘিরে পিএসজির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

মেসি পরে বার্সায় থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আলোচনা থেকে ফরাসি ক্লাবটির নাম কাটা পড়েনি। ক্লাবটির তরফ থেকেও প্রথমে ঠারেঠোরে ইচ্ছা প্রকাশের পর সোজাসাপ্টাও বলা হয়েছে, মেসিকে তারা কিনতে আগ্রহী।

যদিও আর্জেন্টাইন তারকার তরফ থেকে এ নিয়ে কোনো কথা শোনা যায়নি। আর বার্সাও এর মধ্যে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। মেসিকে কেনার দৌড়ে পিএসজি তাই এখনো ভালোভাবেই টিকে আছে।

ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে পিএসজি শেষ পর্যন্ত দলে টানতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত এ নিয়ে কথা চালাচালি ও সন্দেহ দানা বেঁধে উঠছে।

বার্সার সভাপতি পদপ্রার্থী হোয়ান লাপোর্তা গত মাসে যেমন এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, পিএসজি উয়েফার আর্থিক সংগতির নীতি যখন ইচ্ছা তখন ভাঙে, এবারও নিয়ম ভেঙেই মেসিকে কেনার ফন্দি আঁটছে।

‘হয়তো পারবে, যদি ওরা আর্থিক সংগতির নীতি এভাবে ভাঙতেই থাকে। আমি যতটুকু জানি, গত বছরে ওদের বড় অঙ্কের ক্ষতি গুনতে হয়েছে। সে ক্ষেত্রে ওকে (মেসি) দলে নিতে ওরা আর্থিক সংগতির নীতির তোয়াক্কা করে কি না, সেটা দেখতে আগ্রহী আমি’—ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে–কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন লাপোর্তা।

এবার একই সন্দেহ প্রকাশ করেছেন পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার এরেরাও। তাঁর মতে, মেসিকে কিনতে হলে আর্থিক সংগতি নীতির নিয়ম ভাঙতে হতে পারে পিএসজিকে।

নিয়মের মধ্যে থেকে তাঁর ক্লাব মেসিকে কিনতে পারবে কি না, এ নিয়ে সন্দিহান ৩১ বছর বয়সী পিএসজি তারকা।

স্প্যানিশ রেডিও ‘এল লারগেরো’কে এরেরা বলেন, ‘মেসি, নেইমার ও এমবাপ্পে একসঙ্গে? ঠিক জানি না, আর্থিক সংগতির নীতি মেনে সেটা কীভাবে সম্ভব। তবে আমার মনে হয় না সম্ভব। আমি মেসি, বার্সেলোনা এবং তাদের কোচকে সম্মান করি, তাই নিজেকে এর মধ্যে জড়াতে চাই না।’

গত ডিসেম্বরে নেইমার প্রথমে জানিয়েছিলেন, মেসির সঙ্গে আগামী মৌসুমে আবার একই দলে খেলতে চান। এরপর মেসির বার্সা ছেড়ে পিএসজিতে আসার সম্ভাবনা নিয়ে খোলাখুলি কথা বলেছেন পিএসজি তারকা আনহেল দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও মার্কো ভেরাত্তি। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বার্সা কোচ রোনাল্ড কোমান।

এরেরা এ নিয়ে মনে করিয়ে দিলেন নেইমারের প্রসঙ্গ—২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন ব্রাজিল তারকা। এরপর প্রতি মৌসুম শেষেই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে খোলাখুলি কথা বলেছেন বার্সার খেলোয়াড় থেকে কর্মকর্তারা।

এরেরা সেসব মনে করিয়ে বললেন, ‘বার্সার ভেতরে–বাইরে যখন সবাই নেইমারকে নিয়ে কথা বলেছে, তখন কিন্তু তা আমরা পছন্দ করিনি।’

তবে মেসির পিএসজিতে ফেরার সম্ভাবনা নিয়ে এরেরা কোনো কথা বলতে রাজি হননি, ‘আমি এ নিয়ে কথা বলব না। মেসি যে ক্লাবে বেড়ে উঠেছে, সেখানে নিজেকে কল্পনা করলে একটা ব্যাপারই মনে হয়, অন্য কোনো ক্লাব ওকে (মেসি) নিয়ে কথা বললে আমারও ভালো লাগত না। তাই আমি এটা করব না।’

পিএসজি তারকা আন্দের এরেরা
ছবি: টুইটার

এদিকে মৌসুম শেষ হওয়ার আগে দলবদল নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না—এ কথা আগেই জানিয়েছেন মেসি। যদিও চাইলে জানুয়ারি থেকেই যেকোনো ক্লাবের সঙ্গে দলবদলের আলোচনায় জড়াতে পারতেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড, সে ক্ষেত্রে বার্সার বাধা দেওয়ার কিছু থাকবে না।