ডাকাতের হামলায় আহত সিটি তারকা

ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোছবি: টুইটার

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। তাঁর ডান চোখের ওপর রক্তাক্ত কাটা দাগ। ম্যানচেস্টার সিটি তারকার ব্যাখ্যা, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’

রুখে দাঁড়ানো? কেন! কাল নিজ বাসায় সহিংস ডাকাতির শিকার হয়েছেন ক্যানসেলো। ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। কপালে কাটা দাগটা তারই ফল।

চার দুষ্কৃতকারীকে ‘কাপুরুষ’ বলেছেন ক্যানসেলো। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। শনিবার তিনি আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, আর্সেনালের বিপক্ষে ক্যানসেলোকে খেলানো হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে সিটি।

ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসেলো জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। রুখে দাঁড়ালে এমনই হয়। আমার অলংকার ওরা নিয়ে গেছে এবং চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’

সিটির পক্ষ থেকে কাল সকালেই কয়েকজন প্রতিনিধি ক্যানসেলোর বাসায় যান। ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘জোয়াও ক্যানসেলো এবং তাঁর পরিবারের ডাকাতির শিকার হওয়ার খবরে আমরা ধাক্কা খেয়েছি। সিটি ক্যানসেলো ও তাঁর পরিবারের পক্ষে আছে। পুলিশের তদন্তে ক্যানসেলো সাহায্য করছে।’

কয়েক সপ্তাহ আগে সিটির সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও ডাকাতদের হামলার শিকার হয়েছিলেন। বেনফিকার হয়ে ম্যাচ খেলে বাসায় ফেরার পর হামলার শিকার হন তিনি। তাঁর হাত–পা বেঁধে ডাকাতি করে দুষ্কৃতকারীরা। দামি ঘড়ি ও অলংকার খোয়া যায় ওতামেন্দির।