ডার্বি কোচের দায়িত্ব ছাড়লেন রুনি

ওয়েন রুনিছবি: ডার্বি কাউন্টি ওয়েবসাইট

আর্থিক অব্যবস্থাপনার কারণে ২১ পয়েন্ট কাটা পড়েছিল ডার্বি কাউন্টির। গত মৌসুমেই মোটামুটি বোঝা গিয়েছিল, ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগে আর থাকা হচ্ছে না ক্লাবটির।

৩৬ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ডার্বি কাউন্টি তৃতীয় স্তরে নেমে যাওয়ার পর দলটির কোচের পদ ছেড়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। ৩৬ বছর বয়সী রুনির সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বাকি ছিল ডার্বির।

ডার্বি কাউন্টির হয়েই গত বছর পেশাদার ফুটবল থেকে অবসর নেন রুনি। খেলোয়াড় থাকতেই কোচের দায়িত্বে ছিলেন তিনি। গত মৌসুমের শেষ দিকে ডার্বিকে দ্বিতীয় বিভাগে টিকিয়ে রাখতে চেষ্টার ত্রুটি রাখেননি রুনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তবে ডার্বির সমর্থকেরা স্বপ্ন দেখেছিলেন, ডার্বিকে দ্বিতীয় বিভাগে ফিরিয়ে আনার সব রকম যোগ্যতাই আছে রুনির। ৩০ জুলাই শুরু হবে নতুন মৌসুম। তার আগে রুনির কোচের পদ ছাড়ার খবরটি নিশ্চিত করেছে ডার্বি।

রুনির কোচের পদ ছাড়ার খবর নিশ্চিত করে ডার্বির বিবৃতিতে বলা হয়, ওয়েন রুনি আজন ডার্বি কাউন্টিকে জানিয়েছেন, তিনি মূল দলের কোচের পদ ছাড়তে চান। এ নিয়ে রুনির উদ্ধৃতি প্রকাশ করে বিবিসি, ‘আমি চাই, ক্লাবের নেতৃত্বে এখন নতুন কেউ আসুক। ১৮ মাস ধরে ক্লাব যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তা যেন আর না হয়।’

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনি ২০২০ সালে ডার্বি কোচের দায়িত্ব নেন। এভারটনের কোচও হওয়ার কথা ছিল তাঁর। ২০০৪ সালে এভারটনের হয়ে দারুণ কিছু গোলের পর স্যার অ্যালেক্স ফার্গুসন তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন। বাকিটা ইতিহাস। ২০১৭ সালে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ছাড়ার আগে একবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও পাঁচবার প্রিমিয়ার লিগ।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এভারটনে ফিরেও এসেছিলেন রুনি। সেখান থেকে ডি সি ইউনাইটেড ঘুরে যোগ দিয়েছিলেন ডার্বিতে

ক্লাবটির কোচের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে রুনি বলেছেন, ‘মৌসুমজুড়ে ডার্বির মালিকানা নিয়ে চলমান ঘটনা আমি কাছ থেকে দেখেছি। ক্লাবের প্রশাসকদের সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত আমি জানিয়েছি। বলেছি, আমার ক্লাব ছাড়ার এটাই সময়। ক্লাবের কর্মকর্তারা আমাকে ধরে রাখতে চেষ্টার ত্রুটি রাখেননি।’

গত সপ্তাহে যুক্তরাস্ট্রের ব্যবসায়ী ক্রিস ক্রিচনের জানিয়ে দেন, ডার্বি কাউন্টি কেনার আগ্রহ থেকে তিনি সরে এসেছেন। এরপরই ক্লাবটির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছিল। স্থানীয় ডেভেলপার ডেভিড ক্লোজ ডার্বি কেনার আগ্রহ জানানোর পর শঙ্কা কিছুটা হলেও কমেছে।