ডি ইয়ংকে ইউনাইটেডে দেওয়ার চুক্তিতে ম্যাগুয়ারকেও চায় বার্সেলোনা

ম্যাগুয়ারকে চাইছে বার্সেলোনাছবি: রয়টার্স

ফ্রেঙ্কি ডি ইয়ংকে চায় ম্যানচেস্টার ইউনাইটেড, আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়া বার্সেলোনার ডাচ্‌ মিডফিল্ডারকে বিক্রি করার পরিকল্পনা না থাকলেও তারা এখন ইউনাইটেডের আগ্রহ কাজে লাগিয়ে কিছু অর্থ পেতে আগ্রহী। অনেক পুরোনো খবরই এটি, বলতে গেলে গত মাসের শুরুতে এরিক টেন হাগের ইউনাইটেডের কোচ হওয়া নিশ্চিত হওয়ার পর থেকেই গুঞ্জনটা বাতাসে ভাসছে। আয়াক্সে টেন হাগের অধীনেই প্রথম ডি ইয়ংয়ের আলো ছড়ানো কিনা!

কিন্তু ডি ইয়ংয়ের দাম নিয়ে বার্সেলোনা আর ইউনাইটেডের এখনো বনছে না। বার্সা চায় অন্তত ১০ কোটি ইউরো, সর্বশেষ গুঞ্জন অনুযায়ী ইউনাইটেডের প্রস্তাব ছিল ৬ কোটি ৫০ লাখের। ‘নিউমার্কেটের দর-কষাকষি’র মতো বার্সেলোনা একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। ডি ইয়ংয়ের জন্য ইউনাইটেডের কাছে অর্থের পাশাপাশি ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে চায় বার্সেলোনা! অবিশ্বাস্য এ খবরই দিচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম।

আরও পড়ুন

একদিকে ডি ইয়ংকে নিয়ে বার্সেলোনা-ইউনাইটেডের টানাটানির খবর এখন একঘেয়ে হয়ে উঠেছে। প্রতিদিনই কোনো না কোনো খবর আসে, কিন্তু সেগুলো আসলে ঘুরেফিরে থোড় বড়ি খাড়াই! ডি ইয়ং বার্সেলোনা ছাড়তে চান না, কিন্তু অর্থের প্রয়োজনে বার্সেলোনা তাঁকে বেচে দিতে চায়—সে তো পুরোনো খবর। সেটিই একটু নড়েচড়ে কখনো খবর আসে, ‘এখন ডি ইয়ং বার্সেলোনা ছাড়তে আগ্রহী’, আবার কখনো শোনা যায় ‘বার্সেলোনা আর ইউনাইটেড দলবদল ফি নিয়ে সমঝোতার খুব কাছে।’ মজাটা হচ্ছে, এই গুঞ্জনও এক মাস ধরে চলছে।

আরও পড়ুন

দলবদলের ক্ষেত্রে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দেওয়া সর্বশেষ আপডেট—দুই ক্লাবের মধ্যে এখন মৌখিক যে আলোচনা চলছে, সেখানে ইউনাইটেড ৬ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দেবে বার্সাকে, পাশাপাশি শর্তসাপেক্ষ আরও কিছু অর্থের প্রস্তাব থাকবে। ইংলিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, শর্তসাপেক্ষ অর্থ মিলিয়ে দলবদলের অঙ্কটা ৮ কোটি ইউরো হতে পারে।

অর্থাভাবে ফ্রেঙ্কি ডি ইয়ংকে বেচে দিচ্ছে বার্সা
ছবি: রয়টার্স

কিন্তু এর মধ্যে ইংলিশ সংবাদমাধ্যমে হঠাৎ ম্যাগুয়ারকে জড়িয়ে গুঞ্জন চমক হয়েই এসেছে। বার্সা নাকি এই অর্থের পাশাপাশি হ্যারি ম্যাগুয়ারকেও চায়। বার্সেলোনার নির্ভরযোগ্য একজন সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে, সেটি সত্যি। পিকের বয়স এখন ৩৪, উমতিতি-লংলেকে আর রাখতে চায় না বার্সা। এক নির্ভরযোগ্য ডিফেন্ডার বলতে শুধু রোনাল্ড আরাউহোই আছেন।

আরও পড়ুন

তাঁর পাশে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্য এরিক গার্সিয়া আছেন, আর এই মৌসুমে চেলসি থেকে যাচ্ছেন আন্দ্রেস ক্রিস্তেনসেন। সে ক্ষেত্রে আরাউহোর পাশে নিয়মিত খেলা এবং ভালো খেলার নিশ্চয়তা দিতে পারেন—এমন একজন সেন্টারব্যাক চাই জাভির।

সে জন্য এত দিন কখনো শোনা গেছে সেভিয়ার জুলস কুন্দের নাম, কখনো নাপোলির কালিদু কুলিবালির।

কিন্তু এর মধ্যে হঠাৎ ম্যাগুয়ারের নাম চলে আসা যেমন চমকের, তেমন চমক নামটা ম্যাগুয়ার বলেই। ইউনাইটেডের ভক্তদের কাছেও যে ২০১৯ সালে ৮ কোটি ইউরোতে লেস্টার থেকে ইউনাইটেডে যাওয়া এই ইংলিশ ডিফেন্ডার এক দুঃস্বপ্নের নাম। অনিচ্ছাকৃতভাবেই হোক, কিন্তু কখনো ক্রস আটকাতে গিয়ে ভুলে নিজের ডিফেন্ডারকেই জাপটে ধরে প্রতিপক্ষকে ফাঁকা রাস্তা করে দিয়ে, তো কখনো নিজেই চিৎপটাং হয়ে পড়ে, কখনো বল নিয়ে মাঝমাঠে উঠে ভুল পাস দিয়ে ইউনাইটেডকে গোল খাইয়েছেন ম্যাগুয়ার—এমন দৃশ্য তো আর কম দেখেননি ইউনাইটেড ভক্তরা।

আরও পড়ুন

কিন্তু ডেইলি মেইল বলছে, বল নিয়ে অনেক দূর উঠে যাওয়ার ক্ষমতার জন্যই ম্যাগুয়ারকে চান বার্সা কোচ জাভি! যদিও ডেইলি মেইলই আবার জানাচ্ছে, আগামী মৌসুম থেকে ইউনাইটেডের দায়িত্ব নিতে যাওয়া কোচ টেন হাগ নিজের রক্ষণে ম্যাগুয়ারকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন!